স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারল আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে শেষের রোমাঞ্চে ১ উইকেটের দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার হাম্বানটোটায় দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৩০০ রান করে আফগানরা।
জবাব দিতে নেমে শেষদিকে এসে খেই হারায় বাবর আজমের দল। তবে ১ বল বাকি থাকতে পাকিস্তানকে ১ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন নাসিম শাহ। এ জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে থেকে জিতে নিল বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন পড়ে ১১ রানের। আফগান পেসার ফজলহক ফারুরির প্রথম বলে রান আউট হয়ে যান শাদাব। বোলার বল ছাড়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান ব্যাটসম্যান, বল না ছেড়ে স্টাম্প ভেঙে দেন ফারুকি।
দ্বিতীয় বলে চার মারেন নাসিম। পরের দুই বলে আসে ১ রান। ৩ বলে দরকার ৬। চতুর্থ বলে আফগান ফিল্ডারের তালগোল পাকানো ফিল্ডিংয়ে হারিস রউফের ব্যাট থেকে আসে ৩ রান। পঞ্চম বল ঠিকমতো খেলতে পারেননি নাসিম, ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান দিয়ে হয়ে যায় বাউন্ডারি।
এর আগে ওপেনিংয়ে নেমে রহমানউল্লাহ গুরবাজ-ইব্রাহিম জাদরান ২২৭ রানের জুটি গড়েন। যা আফগানদের দ্বিতীয় ও পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটি। গত মাসেই বাংলাদেশের বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ২৫৬ রানের জুটি গড়েছিলেন আফগান এই দুই ওপেনার।
১২২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন গুরবাজ। ২৩ ওয়ানডে ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে এটিই কোনো আফগানের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। শেষমেশ ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৫১ বলে ১৫১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে মাঠ ছাড়েন এই উইকেটকিপার ব্যাটার।
দ্বিতীয় সর্বোচ্চ ইব্রাহিম করেন ৮০ রান। তার ১১০ বলের ইনিংস গড়া ৬ চার ও ২ ছক্কায়। প্রথমবার সুযোগ পাওয়া শহিদুল্লাহ কামাল করতে পারেন স্রেফ ১ রান। তিনে নামা মোহাম্মদ নবি শেষ ওভারে আউট হন ২৯ বলে ২৯ রান করে। অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি অপরাজিত থাকেন ১১ বলে ১৫ রান করে।
৫৮ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার আফ্রিদি। আগের ম্যাচে দুর্দান্ত এক স্পেলে ১৮ রানে ৫ উইকেট নেওয়া রউফ এবার দেখেন মুদ্রার উল্টো পিঠ। ৭ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। উসামা মীর ও নাসিম শাহ নেন ১টি করে উইকেট। বল হাতে সফল হতে পারেন নি শাদাবও।
রান তাড়ায় পাকিস্তান ফখর জামানের আউটে ৫২ রানে হারায় প্রথম উইকেট। দ্বিতীয় উইকেটে এরপর ১১৮ রানের জুটি পান বাবর আজম-ইমাম উল হক। পাকিস্তান দলপতি ফেরেন ৫৩ করে। ৬ চারে ৬৬ বলে এই ৫৩ রান করেন তিনি। এর আগে ফখর জামান ৩০ রান করে ফিরে যান ৫ চার হাঁকিয়ে, বল খেলেন ৩৪টি।
এরপর দ্রুত ফিরে যান মোহাম্মদ রিজওয়ান ২, আঘা সালমান ১৪ ও ইফতিকার আহমেদ ১৭। রানের খাতা খোলতে পারেন নি উসামা মীর। তবে পাকিস্তান জয়ের পথ খোঁজে নেয় শাদাবের ৩ চার ও ১ ছক্কার মারে ৩৫ বলে ৪৮ রানের ইনিংসে। যদিও এই অলরাউন্ডার ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেন নি।
নাসিম ৫ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। আফগানদের হয়ে ফারুকি ৩ ও মোহাম্মদ নবি ২টি উইকেট শিকার করেন। ১টি করে উইকেট নেন আবদুল রহমান ও মুজিব-উর-রহমান। ১০ ওভারে ৫৩ রান খরচ করেও উইকেট পাননি রশিদ খান। ব্যাট হাতে দারুণ ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন শাদাব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post