শেষ ওভারে যদি ১৫ রানও লাগত, আমি সুযোগ নিতাম- পান্ডিয়া

0
43

স্পোর্টস ডেস্কঃ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের প্রতিশোধ নিতে শেষ ওভারে ভারতের দরকার ৭ রান। বাঁহাতি বোলার মোহাম্মদ নওয়াজের করা প্রথম বলেই আউট হয়ে যান ২৯ বলে ৩৫ রান করা রবিন্দ্র জাদেজা। পরের বলে ১ রান নিয়ে হার্দিক পান্ডিয়াকে স্ট্রাইক দেন দিনেশ কার্তিক। অফস্ট্যাম্পের বাইরের তৃতীয় বলটি সজোরে ড্রাইভ করেন হার্দিক। কিন্তু কভারে সেটি থামিয়ে দেন বাবর আজম।

ম্যাচ জিততে শেষ তিন বলে ভারতের সমীকরণ দাঁড়ায় ৬ রান। শেষ ওভারের বোলার নওয়াজ এর আগে রোহিত শর্মা, বিরাট কোহলির উইকেট নিয়েছেন। এই স্পিনারের চতুর্থ বলটিই হার্দিক পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি। ১৭ বলে অপরাজিত ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনি ভারতের জয় এনে দেন। তার আগে বল হাতে তুলে নেন মোহাম্মদ রিজওয়ান, ইফতিকার আহমেদ, খুশদিল শাহের উইকেট। ম্যাচের সেরা হার্দিক ছাড়া আর কে হবেন!

ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করে হার্দিক সোজাসুজিই বলেছেন, শেষ ওভারে ৭ রানের বদলে ১৫ রান থাকলেও তার কোনো সমস্যা ছিল না। কেননা শেষ ওভারে ব্যাটারের চেয়ে বেশি চাপে থাকেন বোলারই। তাই শেষ ওভারে কত রান বাকি, তা নিয়ে চিন্তা করছিলেন না হার্দিক।

তিনি বলেছেন, এমন রান তাড়ায় আপনি সবসময় ওভার বাই ওভার এগোবেন। আমি জানতাম তাদের একজন তরুণ বোলার আছে, একজন বাঁহাতি স্পিনারও আছে। শেষ ওভারে আমাদের ৭ রান দরকার ছিল, এটি যদি ১৫ও হতো সমস্যা ছিল না। আমি জানি, শেষ ওভারে বোলারই বেশি চাপে থাকে। আমি সবসময় বিষয়গুলো সহজ রাখি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here