স্পোর্টস ডেস্কঃ রোমাঞ্চকর এক ম্যাচের সাক্ষী হলো আইপিএলে। মঙ্গলবার শেষ ওভারে জয়ের জন্য ২৯ রান দরকার ছিল পাঞ্জাব কিংসের। প্রায় অসম্ভব এই ম্যাচটা প্রায় জিতিয়ে ফেলেছিলেন আশুতোষ শর্মা এবং শশাঙ্ক সিং। গত ম্যাচের মতো এই ম্যাচেও অবিশ্বাস্য প্রতিরোধ দেখিয়েছেন তারা। তবে শেষ ওভারে ২৬ রানের বেশি নিতে পারেননি। দুই ব্যাটার মিলে ৩ টি ছক্কা মারলেও ২ রানের জন্য হেরেছে শিখর ধাওয়ানের দল।
আগে ব্যাটিং করতে নেমে ১৮২ রানের পুঁজি পায় সানরাইজার্স হায়দরাবাদ। দলটির হয়ে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেছেন নীতিশ রেড্ডি। এ ছাড়া আব্দুল সামাদ ২৫, ট্রাভিস হেড ২১ এবং অভিষেক শর্মা করেছেন ১৬ রান। পাঞ্জাবের হয়ে একাই চার উইকেট নেন আর্শদীপ সিং। দুটি করে উইকেট পেয়েছেন কারান ও হার্শাল প্যাটেল। জবাব দিতে নেমে শেষ বলে ছক্কার পরও ১৮০ রানে থামতে হয় পাঞ্জাবকে। এবার আইপিএলে হায়দরাবাদের ৫ ম্যাচে এটি তৃতীয় জয়। সমান ম্যাচে তৃতীয় হার পাঞ্জাবের।
জয়ের জন্য ১৮৩ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। বড় লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারে উইকেট হারায় স্বাগতিকরা। কামিন্সের দারুণ এক ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন জনি বেয়ারস্টো। দ্রুতই বিদায় নিয়েছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা প্রভসিমরান সিং। ৬ বলে ৪ রান করে ফিরেছেন ভুবনেশ্বর কুমারের পঞ্চম স্টাম্পের লেংথ ডেলিভারিতে মিড উইকেটে থাকা নীতিশ কুমার রেড্ডির হাতে ক্যাচ দিয়ে। সাবধানী শুরুর চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি ধাওয়ান।
ভুবনেশ্বরের লেংথ ডেলিভারিতে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়েছিলেন পাঞ্জাবের অধিনায়ক। দারুণ দক্ষতায় হেনরিখ ক্লাসেন স্টাম্পিং করলে ধাওয়ানকে ফিরতে হয় ১৪ রানে। মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। স্যাম কারান টেনে তোলার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ২২ বলে ২৯ রান করে ফিরেছেন থাঙ্গারাসু নাটারাজনের বলে কামিন্সকে ক্যাচ দিয়ে। সিকান্দার রাজা আউট হয়েছেন দলের রান একশ হওয়ার আগেই।
উনাদকাটের স্লোয়ার ডেলিভারিতে উইকেটের পেছনে থাকা ক্লাসেনকে ক্যাচ দিয়েছেন ২৮ রান করা রাজা। জিতেশ শর্মা ফিরেছেন ১১ বলে ১৯ রানের ইনিংস খেলে। শেষ দিকে শশাঙ্ক ২৫ বলে ৪৬ এবং আশুতোষ ১৫ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেললেও পাঞ্জাবকে জেতাতে পারেননি। হায়দরাবাদের হয়ে দুটি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। একটি করে উইকেট পেয়েছেন কামিন্স, নাটারাজন, নীতিশ এবং উনাদকাট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post