নিজস্ব প্রতিবেদকঃ ভারতকে ৯৫ রানে আটকে দিয়েও ম্যাচ জিততে পারল না বাংলাদেশ নারী দল। মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগ্রেসদের হার ৮ রানের ব্যবধানে। তাতে ২০ ওভারি সিরিজ এক ম্যাচ হাতে রেখে জিতে নিয়েছেন ভারতের নারী দল। মিরপুরে আজ আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৫ রান করে সফরকারীরা।
৯৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। শেষদিকে এসে ১০ বলে ৮ রানের সমীকরণ ৫ উইকেট হাতে থাকা সত্বেও মেলাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। শেষ ওভারে ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। তাতে ৮ রানের জয় পায় ভারত। সিরিজের পরবর্তী ম্যাচ ১৩ জুলাই। টি-টোয়েন্টির পর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল।
মিরপুরে দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি বন্দনার ওপেনিং জুটিতে ভারত পায় ৩৩ রান। এ জুটি ভাঙেন নাহিদা আক্তার। বোল্ড করে দেন স্মৃতিকে। ২ চারে ১৩ বলে ১৩ রান করেন এই ওপেনার। টিকতে পারেন নি শেফালিও। ১৪ বলে ৪ চারে ১৯ রান করেন তিনি। রানের খাতা খোলার আগেই বোল্ড হন ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কউরকে।
এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে ভারত। ফলে কোনো ব্যাটারই দায়িত্ব নিতে পারেননি। সপ্তম উইকেটে আমারজট কউরের সঙ্গে দিপ্তি শর্মার ২১ রানের জুটিতে মাঝারী পুঁজি পায় সফরকারীরা। সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন শেফালি। এছাড়া আমানজট করেন ১৪ রান। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুনের তিনটি ছাড়াও ফাহিমা খাতুনের শিকার দুই উইকেট।
৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১.১ বলেই ১০ রান তুলে নিয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। কিন্তু এরপর তৃতীয় ওভারে সাথী রানি বিদায় নেওয়ার পর থেকেই রানের গতি কমে আসে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি উইকেট বাঁচিয়ে খেলতে গিয়ে বেড়েছে রান রেটের চাপ। একদিকে তিনি ধরে খেললেও অন্যদিকে ছিল আসা-যাওয়ার মিছিল। রানের গতির সঙ্গে পেরে না উঠলেও জ্যোতি যতক্ষণ ছিলেন কিছুটা হলেও ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। শেষ দুই ওভারে জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ১২ বলে ১৪ রান।
কিন্তু জ্যোতি পারেননি। ১৯তম ওভারের পঞ্চম বলে ষষ্ঠ উইকেট হিসেবে জ্যোতি যখন বিদায় নেন তখন দলের সংগ্রহ ৮৬ রান। ৭ বলে বাংলাদেশের জয়ের জন্য দরকার তখন ১০ রান। ৫৫ বলে ২ চারে ৩৮ রান করে দীপ্তি শর্মার বলে স্টাম্পিং হয়ে যান তিনি। জ্যোতির বিদায়ের পর শেষ ৪ উইকেট হারায় বাংলাদেশ মাত্র ১ রান করতে। ইনিংসের শেষ বলে দশম উইকেট হিসেবে মারুফা যখন বিদায় নেন তখন বাংলাদেশের সংগ্রহ ৮৭ রান। শেষ চার ব্যাটারের কেউই রানের খাতা খুলতে পারেননি। বাংলাদেশের ইনিংসে জ্যোতি বাদে কেউই পাননি দুই অঙ্কের রানের দেখা। ভারতের পক্ষে দীপ্তি শর্মা ও শেফালি ভার্মা ৩টি করে উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০