স্পোর্টস ডেস্কঃ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে ২-১’এ সিরিজ জিতলো বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ দলের এই সিরিজে শেষ ম্যাচে বাংলাদেশের জয় ৪ উইকেটের। এর আগে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয় ছিল ৭ উইকেটের। তবে দ্বিতীয় ম্যাচে ১২৮ রানে হেরে যায় টাইগার যুবারা। এবার তৃতীয় ম্যাচে এসে জয় তুলে নিল দল। অলরাউন্ডিং পারফম্যান্সে ম্যাচ সেরা পারভেজ রহমান জীবন।
মুলতানে টানা তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। আলোক স্বল্পতার কারণে ম্যাচ ৪৫ ওভার থেকে নেমে আসে ৪২ ওভারে। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান স্কোরবোর্ডে তুলতে পারে স্বাগতিকরা। দলের পক্ষে ১০৪ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় সর্বোচ্চ ৮৭ রান করেন টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ তায়েব আরিফ। ২৬ বলে ৩টি করে বাউন্ডারি ও ছক্কায় ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন আরাফাত মিনহাস।
বাংলাদেশের হয়ে ৯ ওভারে ১ মেইডেনসহ ২৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেন রাফিউজ্জামান। ৭ ওভারে ৩৭ রান খরচায় ৩টি উইকেট নেন রোহানাত দৌল্লা বর্ষণ। পারভেজ রহমান জীবন ২টি ও ইকবাল হোসেন ইমন ১টি করে উইকেট লাভ করেন।
২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৬ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। ২৭ বল খেললেও ৪ রানের বেশি করতে পারেননি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তবে আরেক ওপেনার আশিকুর রহমান উইকেটে টিকে গেছেন। খেলেছেন ৭২ রানের দারুণ ইনিংস। ৫৬ বলে ১১ বাউন্ডারি আর ২ ছক্কায় সাজিয়েছেন এই ঝড়ো ইনিংস।
একটা সময় দ্রুত কিছু উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ১০০ রানের মধ্যেই নেই ৪ উইকেট। দলীয় ১১৩ রানে হারায় পঞ্চম উইকেট। তবে এরপর অধিনায়ক আহরার আমিন ও পারভেজ রহমান জীবন মিলে গড়ে তুলেন ৮৫ রানের দারুণ জুটি। এই জুটিতে ভর করেই জয়ের পথ সুগম করে বাংলাদেশ। ফিফটি হাঁকিয়ে আমিন আউট হলেও, ১ ওভার হাতে রেখে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন জীবন।
৭০ বলে ৬ বাউন্ডারিতে ৫২ রানের ইনিংস খেলেন আমিন। আর জীবন অপরাজিত থাকেন ৫৯ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৭ রানের ইনিংস খেলে। শেষের অবিচ্ছিন্ন ২৩ রানের জুটিতে জীবনের সঙ্গী মাহফুজুর রহমান ৩ রান করে অপরাজিত থাকেন।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ জিসান ও আরাফাত মিনহাস ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা