স্পোর্টস ডেস্কঃ নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলমান। ওয়ানডে সুপার লিগের অংশ সিরিজটির শেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। আমস্টেলভেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
এর আগে অনুষ্ঠিত হয়েছে টস। যেখানে জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ তারকা। যার ফলে ব্যাট করতে নামতে হচ্ছে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন ডাচদের।
এই ম্যাচে দুই দলই তাদের নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না। ইনজুরির দীর্ঘতার কারণে সিরিজের মাঝপথে দ্বিতীয় ওয়ানডের পরই অবসরের ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক পিটার সিলার। অবশ্য সেই ম্যাচ খেলা হয়নি তার। প্রথম ওয়ানডে খেললেও, দ্বিতীয় ওয়ানডে মিস করেছেন।
তার পরিবর্তে দায়িত্ব পালন করেন স্কট এডওয়ার্ডস। সিলারের অবসর ঘোষণার পর, পাকাপোক্তভাবে সেই দায়িত্ব পড়ল এডওয়ার্ডসের কাঁধে। যার ফলে নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক হিসেবে তৃতীয় ওয়ানডেতে টস করতে আসেন তিনি।
এদিকে খেলা হচ্ছে না ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানেরও। গ্রোয়িন ইনজুরির কারণে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন তিনি। যার ফলে অধিনায়কত্ব নিয়ে টস করতে আসেন জস বাটলার। এর আগেও অবশ্য দায়িত্ব পালন করেছেন তিনি, নিয়মিত অধিনায়কদের অবর্তমানে।
সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ড দলে দুই পরিবর্তন এসেছেন। মরগানের বাধ্যতামূলক পরিবর্তিত খেলোয়াড় হিসেবে একাদশে এসেছেন স্যাম কারান। এর বাইরে বাদ দেওয়া হয়েছে রিচি টপলিকে। সেই জায়গায় একাদশে এসেছেন ডেভিড পেইন। বাঁহাতি এই পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো আজ।
একাদশে পরিবর্তন এনেছে ইতিমধ্যেই সিরিজ হারা নেদারল্যান্ডসও। দুই পরিবর্তনে একাদশ থেকে বাদ পড়েছেন শেন স্ন্যাটার ও ভিভিয়ান কিংমা। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ফ্রেড ক্লাসেন ও পল ভ্যান মিকিরেন।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কারান, ডেভিড উইলি, ব্রাইডন কার্স, আদিল রশিদ ও ডেভিড পেইন।
নেদারল্যান্ডস একাদশ
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বিক্রমজিত সিং, ম্যাক্স ও’ডোড, টম কুপার, বাস ডি লিড, তেজা নিদামনুরু, লগান ভ্যান বিক, টিম প্রিঞ্জল, আরিয়ান দত্ত, ফ্রেড ক্লাসেন ও পল ভ্যান মিকিরেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা