স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অথচ তার বিশ্বকাপ দলেই থাকা নিয়ে ছিল বড় সংশয়! নানা জল্পনা কল্পনার পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন এই অলরাউন্ডার। এরপর ডাক পান বিশ্বকাপ দলে।
এই বছর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর দল থেকে বাদ পড়েন রিয়াদ। এরপর হোম ও অ্যাওয়েতে আয়ারল্যান্ড সিরিজে, আফগানিস্তান সিরিজ, এশিয়া কাপে কোথাও সুযোগ পাননি তিনি। কঠিন এই সময়ে তিনি নিজেকে প্রস্তুত রাখেন। কাজ করেছেন নিজের ফিটনেস নিয়ে। দলে সুযোগ পাওয়ার পর দারুণ ব্যাট করেছেন।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রিয়াদের সেঞ্চুরি দেখেছে ক্রিকেট বিশ্ব। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পান তিনি। খাদের কিনারে দাঁড়িয়ে সেঞ্চুরি হাঁকান এই ডানহাতি ব্যাটার। একাধিক বিশ্বকাপে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম খেলোয়াড় তিনি। দারুণ রেকর্ড গড়ার পর মুখ খুলেছেন তার স্ত্রী জান্নাতুল কেফায়েত মিস্টি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মিস্টি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহ আমাদের পরীক্ষা করেন তার আরও কাছে যাওয়ার জন্য। একজন মুমিন যদি আল্লাহর পরিকল্পনার ওপর সবর ও আস্থা রাখতে পারে তবে সে সেরা পুরস্কার পায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার স্বামী এমন একজন বিশ্বাসী…গত কয়েক মাস তিনি কেবল আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তিনি মসজিদেই সবচেয়ে শান্তি খুঁজে পেয়েছেন এবং আল্লাহর কাছে যা চেয়েছিলেন তা দিয়েছেন..আলহামদুলিল্লাহ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post