স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা নারী দল জিতলেও, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ নারী দল। ৯ বছর পর লঙ্কানদের হারিয়েছে টাইগ্রেসরা। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের বিপক্ষে ৪৪ রানের বড় জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। আর এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে রাখলো লঙ্কান মেয়েরা।
কলম্বোর সিংহলেস স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রানের বড় পুঁজি পায় শ্রীলঙ্কার মেয়েরা। যদিও শুরুটা খুব একটা ভালো ছিল না দলটির। ৯.১ ওভারে ৫৬ রানে তিন উইকেট হারানোড় পাশাপাশি রানের চাকাও ধীর হয়ে যায়।
এরপর হরষিতা মাধবী ও নিলাকশি ডি সিলভার অবিচ্ছিন্ন জুটি লঙ্কানদেরকে লড়াকু সংগ্রহ এনে দিতে সহায়তা করে। তবুও খুব বেশি বড় ছিল না লক্ষ্য। ১৯ ওভার পর্যন্ত ১৩৪ রান ছিল স্বাগতিকদের রান। কিন্তু জাহানারা আলমের করা শেষ ওভারে ২৪ রান নিয়ে লক্ষ্যটা ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান নিলাকশি। মূহুর্তেই সব উলটপালট করে প্রায় ১৬০ ছুঁইছুঁই সংগ্রহ পায় লঙ্কানরা।
দলের পক্ষে ৩৯ বলে ৪টি করে ছয় ও চারের মারে ৬৩ রানের ঝড়ো এক ইনিংস খেলে অপরাজিত থাকেন ডি সিলভা। ৪২ বলে ৬ বাউন্ডারিতে হরষিতা মাধবী অপরাজিত থাকেন ৫১ রানের কার্যকরী এক ইনিংস খেলে। ৩২ রান আসে ওপেনার ও অধিনায়ক চামারি আতাপাত্তুর ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে রাবেয়া, নাহিদা ও ফাহিমা ১টি করে উইকেট লাভ করেন। ৪ ওভারে ৪৪ রান খরচ করে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলারের লজ্জার রেকর্ডে নাম লেখান জাহানারা আলম।
জিততে হলে ১৫৯ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে হতো বাংলাদেশকে। তবে সেটা সম্ভব হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। তেমন কেউ একা দাঁড়িয়ে লড়াই করতে পারেননি দলের হয়ে। শুরু থেকেই উইকেট হারানো আর ধীর গতির রান তোলায় দলটি ভুগে বেশ ভালোভাবেই। শেষ পর্যন্ত তাই দেখতে হয় বড় হার।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ বলে ২ বাউন্ডারিতে ৩১ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ২৫ বলে ২টি করে চার ও ছয়ের মারে সোবাহানা মোস্তারি ৩০ রান করেন। তার ব্যাটে বাংলাদেশ আশা দেখলেও, শেষ পর্যন্ত বিফলে যায়।
শ্রীলঙ্কার হয়ে উদেশিকা প্রভুধানি, কাভিন্দি ও ইনোকা রানাভিরা ২টি করে উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post