শেষ টেস্টে নেই সিরাজ, ফিরলেন শামি

0
52

স্পোর্টস ডেস্কঃ বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে মাঠে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম চার ম্যাচ সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অজিদের ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ।

নাগপুর ও দিল্লিতে প্রথম ২ টেস্টে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে ভারত। পরে ইন্দোরের তৃতীয় টেস্ট জিতে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। ভারত শেষ টেস্ট জিতে সিরিজের দখল নিতে মরিয়া। অন্যদিকে, অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে বদ্ধপরিকর।

চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। ভারত মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দিয়ে দলে ফেরায় মোহাম্মদ শামিকে। একাদশে নেই অজিদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। পারিবারিক কারণে ভারত ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়া এই পেসার ফিরেন নি।

অস্ট্রেলিয়ার একাদশ-
উসমান খোজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।

ভারতের একাদশ-
রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মোহাম্মদ শামি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here