শেষ দিনে এসে বিশ্বকাপ দল ঘোষণা মেক্সিকোর

0
79

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপসঙ্গী মেক্সিকো। সৌদি আরব, আর্জেন্টিনা ও পোল্যান্ড তাদের প্রতিপক্ষ। ‘সি’ গ্রুপে তাদের প্রথম লড়াই আগামী ২২ নভেম্বর। সেদিন রাত ১০টায় নিজেদের প্রথম গ্রুপ ম্যাচ পোল্যান্ডের বিপক্ষে খেলবে উত্তর আমেরিকার দেশটি।

ফিফার বেঁধে দেওয়া সময়ের শেষদিকে এসে ২৬ জনের দল ঘোষণা করলেন মেক্সিকো কোচ টাটা মার্টিনো। ঘোষিত দলে আছে বেশ চমক। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির অভিজ্ঞ স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজকে বিবেচনা করেননি কোচ। এছাড়া নাম নেই জেসুস করোনার। পা ভেঙে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি।

চিচারিতো হার্নান্দেজকেও বিশ্বকাপ দলে রাখেন নি মেক্সিকো কোচ। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড ১০৯ ম্যাচে ৫২ গোল করে মেক্সিকোর সর্বকালের শীর্ষ গোলদাতা। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তার দলে সুযোগ না পাওয়া বিস্ময়কর বটে!

মেক্সিকো স্কোয়াড-

গোলরক্ষক: গুইলারমো ওচোয়া, আলফ্রেডো তালাভেরা, রডলফ কোটা

ডিফেন্ডার: কেভিন আলভারেজ, নেস্টর আরাউজো, জেরার্ডো আর্টেগা, জেসুস গ্যালার্দো, হেক্টর মোরেনো, সিজার মন্টেস, হোর্হে সানচেজ, জোহান ভাসকেজ

মিডফিল্ডার: এডসন আলভারেজ, রবার্তো আলভারাডো, উরিয়েল আন্টুনা, লুইস শ্যাভেজ, আন্দ্রেস গুয়ার্দাদো, এরিক গুতেরেজ, হেক্টর হেরেরা, ওরবেলিন পিনেদা, কার্লোস রদ্রিগেজ, লুইস রোমো

ফরোয়ার্ড: রোজেলিও ফুনেস মোরি, রাউল জিমেনেজ, হারভিং লোজানো, হেনরি মার্টিন, অ্যালেক্সিস ভেগা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here