নিজস্ব প্রতিবেদক:: শুরুর পাঁচ দিন পরেই স্থগিত হলো সিলেট প্রিমিয়ার লিগ ফুটবল। গত ৬ অক্টোবর করোনাসহ নানা কারণে দীর্ঘ বিরতির পর শুরু হয়েছিলো প্রিমিয়ার লিগ ফুটবল।
প্রিমিয়ার ডিভিশনের ১০টি ক্লাবের অংশ গ্রহণে শুরু হওয়া লিগ মঙ্গলবার সকালেই স্থগিত করতে হয়েছে আয়োজকদের। লিগ কমিটি মঙ্গলবার সকালে জেলা ক্রীড়া ভবনে এক জরুরী সভায় বসে লিগ স্থগিতের সিদ্ধান্ত জানায়।
সিলেট জেলা স্টেডিয়ামের আউটফিল্ড খুব একটা সুবিধা জনক নয়। সামান্য বৃষ্টিতের পানি জমে থাকে। পানি নিস্কাশনের ভালো ব্যবস্থা নেই। অল্প বৃষ্টিতেই তাই মাঠ খেলার অনপযুক্ত হয়ে যায়। গত কয়েক দিন থেকে বৃষ্টিকে সঙ্গী করেই খেলা চলছিলো।
তবে মাঠের অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়া ক্লাবগুলো লিগ পেছানোর দাবি তুলে। মঙ্গলবার ভোর রাত থেকেই অঝোরে বৃষ্টি হচ্ছিলো। সকালে তাই লিগ কমিটি বসে লিগ স্থগিতের সিদ্ধান্ত নেয়। আগামি ১৭ অক্টোবর পর্যন্ত লিগ স্থগিত থাকবে। ১৮ অক্টোবর থেকে লিগ পুনরায় শুরু হবে। বডিলি শিফট অনুযায়ী বাকী ম্যাচগুলো হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০