স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনকে শেষ পর্যন্ত আদালতে যেতে হলো। হাইকোর্ট বেঞ্চে বাফুফে সভাপতি রিট করেছেন। তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, ‘পাবলিক ডোমেনে’ থাকা অসতথ্য ও মানহানিকর বক্তব্য অপসারণের জন্যই হাইকোর্টে গেছেন তিনি।
রিটে সাংবাদিকদের বিবাদী করেছেন, একই সঙ্গে সরকারের বিভিন্ন বিভাগকেও বিবাদীয় করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোঃ বশির উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট করেন কাজী সালাউদ্দিন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রচার মাধ্যমে তাকে জড়িয়ে প্রতিবেদনের জের ধরেই তিনি আদালতে গেছেন। অবশ্য এর আগে বিবাদীদেরকে আইনী নোটিশও পাঠান তিনি।
হাইকোর্টে রিটে তিনি দাবি করেন, প্রচার মাধ্যমে আসা তাঁর বিরুদ্ধে এসব বক্তব্য অসত্য, মানহানিকর ও মৌলিক অধিকার ক্ষুন্ন হওয়ার মতো। তার আইনজীবী মোহাম্মদ সাইফুল্লাহ সাংবাদিকদের বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে প্রচারিত বক্তব্য অপসারণ ও বাদীর মৌলিক অধিকার সংরক্ষণ নিশ্চিতে রিটটি করা হয়েছে।
রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্রসচিব, তথ্যসচিব, বিটিআরসির চেয়ারম্যান, একাত্তর টিভির স্পোর্টস ইনচার্জ এহসান মোহাম্মদ, একই টিভির ক্রীড়া সাংবাদিক মেহেদি নাইম, পার্থ বণিক, মাহমুদুল হাসান, অর্নব বাপ্পি, এহতেশাম সবুজ, মাহাদি হাসান, ফাহিম রহমান, রিয়াসাদ আজিম, কহিনুর কনা। দৈনিক যুগান্তরের ক্রীড়া সাংবাদিক মোজাম্মেল হক, ক্রীড়া সংগঠক শাকিল মাহমুদ চৌধুরী, নীলফামারী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বাফুফের পদত্যাগী সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন ও ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post