শেষ বলে গিয়ে তারকাবহুল রূপগঞ্জকে হারিয়ে দিল সিটি ক্লাব

0
69

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয় পেয়েছে সিটি ক্লাব। শক্তিশালী রূপগঞ্জ টাইগার্সকে একেবারে শেষ বলে গিয়ে ২ উইকেটে হারিয়েছে সিটি। ম্যাচ সেরা হয়েছেন অলরাউন্ডিং নৈপুণ্য দেখানো রবিউল হক।

নারায়ণগঞ্জের ফতুল্লায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করতে পারে রূপগঞ্জ টাইগার্স। দলের পক্ষে ইমরানউজ্জামান ৫০ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৩ রান করেন। শামীম পাটোয়ারি ৩৯ ও আলাউদ্দিন বাবু ৩৭ রান করেন।

সিটি ক্লাবের হয়ে রবিউল হক ও রাফসান আল মাহমুদ ২টি করে উইকেট শিকার করেছেন।

২৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করলেও, রান তোলায় ধীর হয়ে পড়েছিল সিটি ক্লাব। তবে শেষ পর্যন্ত ইনিংসের একেবারে শেষ বলে গিয়ে জয়ের দেখা পেয়েছে দলটি। ৯৪ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় সর্বোচ্চ ৬৯ রান করেন টপ অর্ডারে নামা শাহরিয়ার কমল। ৩২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রবিউল। ৩১ রানে অপরাজিত থাকেন ইরফান হোসেন।

রূপগঞ্জের হয়ে নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও নাঈম হাসান ২টি করে উইকেট শিকার করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here