শেষ বলে জিতল নিউজিল্যান্ড, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

0
48

স্পোর্টস ডেস্কঃ কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ক্রাইস্টচার্চ টেস্ট জিতল নিউজিল্যান্ড। ম্যাচের একেবারে শেষ বলে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে দলটি। আর তাতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। এই হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা হলো না শ্রীলঙ্কার। পয়েন্ট তালিকার দুইয়ে থেকে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। শীর্ষে আছে অস্ট্রেলিয়া। আগামী জুনে হবে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

১৯৪৮ সালের পর টেস্ট ক্রিকেট দেখল শেষ বলে ম্যাচ জয়। সেবার ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড শেষ বলে টেস্ট জিতেছিল। টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে শেষ বলে টেস্ট জয়ের দ্বিতীয় ঘটনার জন্ম হলো আজ। শেষ ওভারে কিউইদের দরকার দাঁড়ায় ৮ রানের। অবস্থা এমন, ওই ওভার ৩ উইকেট নিলে জিততে পারত শ্রীলঙ্কাও। তারা নিতে পারল আরও এক উইকেট। তৈরি করতে পারল টাইয়ের পরিস্থিতি। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠল না।

আসিতা ফার্নান্দোর করা শেষ বলে পুল করতে চেয়েছিলেন উইলিয়ামসন। বল ব্যাটে না লাগলেও তিনি ছুটলেন রানের জন্য। লঙ্কান উইকেটকিপার নিরোশান ডিকভেলা স্ট্রাইক প্রান্তে রান আউট করতে চাইলেন, হলো না। বোলার আসিতা বল তুলে নিয়ে থ্রো করলেন নন স্ট্রাইক প্রান্তে। সরাসরি থ্রোয়ে ভেঙে গেল স্টাম্প। তবে টিভি আম্পায়ার জানালেন সেটি আউট না। রুদ্ধশ্বাস এক জয় পায় স্বাগতিকরা।

শেষ বিকালটাতে সব আলো কাড়েন উইলিয়ামসন। দলকে জিতিয়ে তিনি অপরাজিত থাকেন ১৯৪ বলে ১২১ রানে। এর আগে ড্যারেল মিচেল খেলে গেছেন মোড় ঘোরানো ইনিংস। ৮৬ বলে ৮১ রান করে সমীকরণ সহজ করে দিয়ে যান তিনি। জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। এর আগে ওপেনার টম লাথাম করেন ২৫ রান। শেষদিনে ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়েছেন মিচেল। ৩ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজান এই ডানহাতি ব্যাটার। তাতে দারুণ এক জয় পায় তারা। তবে সব মিলিয়ে লাভ হলো ভারতের!

এর আগে কুশল মেন্ডিস, দিমুথ করুনারত্নের ফিফটি আর অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাটে প্রথম ইনিংসে ৩৫৫ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ড্যারলে মিচেলের সেঞ্চুরিতে ৩৭৩ রান করে লিড নেয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ম্যাথিউসের সেঞ্চুরিতে ৩০২ রান তুলে জেতার সম্ভাবনা জাগায় শ্রীলঙ্কা। ভালো বোলিং করলেও উইলিয়ামসনের ঝলকে পেরে উঠেনি তারা।

বৃষ্টির জন্য শেষ দিনের প্রথম সেশনের খেলা ভেস্তে যায়। দ্বিতীয় সেশনে খেলা শুরু হলে জয়ের জন্য ৫৩ ওভার হাতে ছিল নিউজিল্যান্ডের সামনে। আর সেটিকেই কাজে লাগান উইলিয়ামসন-মিচেলরা। এই জয়ে দুই টেস্টের সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। আগামী ১৭ মার্চ ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দু’দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে নিউজিল্যান্ডে দুই টেস্টেই জিততে হতো লঙ্কানদের। তবে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় সে স্বপ্ন ভেস্তে গেছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here