স্পোর্টস ডেস্কঃ আরও একটি এশিয়া কাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিপক্ষে ইনিংসের শেষ বলে বৃষ্টি আইনে ২ উইকেটে জিতেছে তারা। সুপার ফোর পর্বের শেষ ম্যাচে বারবার হানা দেয় বৃষ্টি। তাই ম্যাচ ৪৫ ওভার করে হওয়ার কথা। কিন্তু পাকিস্তান ব্যাটিংয়ে নামার আবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। তাই আরও ওভার কমে আসে।
কলম্বোয় কার্টেল ওভারের এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের হাফসেঞ্চুরিতে ২৫২ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা কুশল মেন্ডিসের অর্ধশত, আসালাঙ্কার অপরাজিত ৪৯ ও সামারাবিক্রমার ৪৮ রানে ভর করে ২ উইকেট হাতে রেখে শেষের রোমাঞ্চে জয় তুলে নেয়।
পাকিস্তানের করা ২৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮ বলে ১৭ রান করে ফিরে যান শ্রীলঙ্কার ওপেনার কুশল পেরেরা। এরপর ৫৭ রানের জুটি গড়েন পাথুন নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। নিশাঙ্কা দলের ৭৭ রানে আউট হন। তিনি খেলেন ২৯ রানের ইনিংস। পরে মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা জুটি গড়ে ম্যাচ সহজ করে ফেলেন। তাদের জুটি ১০০ রানের। আর মূলত এই জুটিতেই ম্যাচ নিজেদের করে নিয়েছিল লঙ্কানরা।
চারে নামা উইকেটরক্ষক সাদিরা খেলেন ৫১ বলে ৪৮ রানের ইনিংস। মেন্ডিস ৮৭ বলে ৯১ রান করে আউট হন। তিনি আটটি চার ও একটি ছক্কা মারেন। এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি বঞ্চিত হন। এরপরই ক্রিজে এসে দাশুন শানাকা আউট হলে চাপ বাড়ে শ্রীলঙ্কার। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল স্বাগতিকদের। হাতে ছিল ৫ উইকেট। ৪১তম ওভারে শাহিন আফ্রিদি এসে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দেন।
শেষ ওভারে জিততে ৯ রান দরকার ছিল শ্রীলঙ্কার। জামান খানের করা ওভারের প্রথম বলে লেগ বাই থেকে এক রান সংগ্রহ করেন প্রমোদ মাধুশান। দ্বিতীয় বল থেকে ডট আদায় করে নেন জামান। তৃতীয় বলে এক রান নেন আসালাঙ্কা। চতুর্থ বলে জামানের শিকারে পরিণত হন প্রমোদ মাধুশান। এতে করে শেষ দুই বলে লঙ্কানদের প্রয়োজন পড়ে ৬ রান। পঞ্চম বলে আসালাঙ্কা ৪ রান করে সমীকরণ দাঁড় করান ১ বলে ২ রানে। শেষ বলে বাউন্ডারি লাইনে বল পাঠিয়ে দৌড়ে ২ রান সংগ্রহ করেন। পাকিস্তানের হয়ে ইফতেখার ৩টি, শাহিন শাহ আফ্রিদি ২টি, জামান খান ও শাদাব একটি করে উইকেট লাভ করেন।
এর আগে রিজওয়ানের ফিফটিতে ২৫২ রানে করে পাকিস্তান। এই উইকেটরক্ষক ব্যাটারের ৭৩ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে ইফতিখার আহমেদ করেন ৪০ বলে ৪৭। শেষ ১০ ওভারে পাকিস্তান তোলে ১০২ রান। যদিও ২৭.৪ ওভারে ১৩০ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল তারা। সেখান থেকে ৭৮ বলে ১০৮ রানের অসাধারণ এক জুটি গড়েন রিজওয়ান ও ইফতিখার। ১২তম ওয়ানডে ফিফটি করে ৭৩ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। ইনিংসে ছিল পাঁচটি চার ও ও দুটি ছক্কার বাউন্ডারি।
৪০ বলে ৪৭ রান করেন ইফতিখার। চারটি চার ও দুটি ছক্কা ছিল ইনিংসে। এর আগে ওপেনার আব্দুল্লাহ শফিক খেলেন ৬৯ বলে ৫২ রানের ইনিংস। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মাতিশা পাতিরানা ৬৫ রান দিয়ে তিনটি এবং প্রমোদ মাদুশান নিয়েছেন দুটি উইকেট। ফাইনালে আগামী ১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতার রেকর্ড শিরোপাধারী ভারতের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post