স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শনিবার তারা ৪ রানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। এই জয়ে ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে কুমিল্লা। ৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে খুলনা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য শেষ বলে ৬ রানের সমীকরণের সামনে দাঁড়িয়েছিল খুলনা টাইগার্স। তখন স্ট্রাইকে দলটির অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। মোসাদ্দেক হোসেনের করা শেষ বলে ছক্কা মারলেই ম্যাচ জিতত তামিম ইকবালরা। তবে ছক্কা হাঁকিয়ে খুলনাকে জেতাতে পারেননি ইয়াসির। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, শেষ বলে মোসাদ্দেকের ভুলের আশায় ছিলেন তিনি।
ইয়াসির বলেন, ‘তার (মোসাদ্দেক) পরিকল্পনা আমি জানতাম যে ব্লকেই করবে। তবে ব্লকে করার পরিকল্পনা সবসময় বাস্তবায়ন করা কঠিন স্পিনারদের জন্য। আমার ভাবনা ছিল, একটু যদি এদিক-সেদিক হয়, তাহলে ছক্কা মেরে দিতে পারি।’
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৬৫ রান করে কুমিল্লা। লিটন দাস ৫০, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ৫৪ ও উইন্ডিজের জনসন চার্লস ৩৯ রান করেন। খুলনার ওয়াহাব রিয়াজ-নাহিদুল ইসলাম ১টি করে উইকেট নেন।
জবাবে ১৬১ রান করে ম্যাচ হারে খুলনা। দলের পক্ষে আন্ড্রু বালবার্নি ৩৮, উইন্ডিজের শাই হোপ ৩৩ ও অধিনায়ক ইয়াসির ৩০ রান করেন। কুমিল্লার নাসিম শাহ ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন রিজওয়ান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০