স্পোর্টস ডেস্কঃ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিত তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে মন্ট্রিয়ল টাইগার্স। ফাইনালে রোববার রাতে সারে জাগুয়ার্সের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে তারা। সারের হয়ে খেলা বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাস ইনিংস বড় করতে পারেন নি। ফাইনালে ১৩ বলে স্রেফ ১২ রান করে আউট হন তিনি।
আগে ব্যাট করে ১৩০ রান করে সারে। জবাব দিতে নেমে দুই ক্যারিবিয়ান ব্যাটার শেরফানে রাদারফোর্ড ও আন্দ্রে রাসেলের ব্যাটে রোমাঞ্চকর জয় পায় মন্ট্রিয়ল। শেষ বলে দারুণ এক ছক্কায় দলকে শিরোপা জেতান রাসেল। তিনি ২০ রান করেন মাত্র ৬ বল খেলে। তাঁর স্বদেশী রাদাফোর্ড ২৯ বলে ৩৮ রান করেন।
রান তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই মোহাম্মদ ওয়াসিমকে হারায় মন্ট্রিয়ল। এরপর অধিনায়ক ক্রিস লিনকে নিয়ে এগিয়ে জেতে থাকেন শ্রীমন্ত উইজেয়ারত্নে। তবে দলীয় ৩৫ রানে কাটা পরেন উইজেয়ারত্নে। এরপর ছোট ছোট জুটিতে এগিয়ে জেতে থাকে মন্ট্রিয়ল। তবে শেষ মুহূর্তে ম্যাচ জমে উঠে। শেষ ওভারে মন্ট্রিয়লের দরকার ছিল ১৩ রান। সেই ম্যাচ শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান রাসেল।
শ্রীলঙ্কায় চলমান লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার আগে কানাডায় মন্ট্রিয়লের হয়ে চার ম্যাচ খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এই চার ম্যাচেই বেশ আলো ছড়িয়েছেন তিনি, মান রেখেছেন নিজের নামের।চার ম্যাচে ২৫.৫০ গড়ে ১০২ রান করেন সাকিব। স্ট্রাইকরেটও আকর্ষণীয়, ১৫৪.৫৫। তাছাড়া বল হাতে ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। একটা ম্যাচ বাদে বাকি তিন ম্যাচেই ছিলেন স্বরূপে। দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ফাইনালে না থাকলেও তাঁর দল ঠিকই ট্রফি জিতল। এটি মন্ট্রিয়লের প্রথম শিরোপা।
ফাইনালে আগে ব্যাট করতে নামা সারের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন যতীন্দর সিং। পুরো ২০ ওভার টিকে থেকে ৫৭ বল খেললেও ঝড় তুলতে পারেননি ওমানের এই ওপেনার। আয়ান খানের ব্যাট থেকে আসে ২৬ রান। লিটন নেমেছিলেন তিনে। কিন্তু পুরো আসরের মতো ফাইনালেও তিনি হয়েছেন ব্যর্থ। ১৩ বলে করেছেন ১২ রান। মন্ট্রিয়লের হয়ে দুইটি উইকেট পেয়েছেন আয়ান আফজাল খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post