স্পোর্টস ডেস্কঃ ২০০৭ সাল থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পথচলা। আর সেই বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ৯টি বিশ্বকাপ মাঠে গড়িয়েছে এখন পর্যন্ত। সবগুলো আসরেই খেলেছেন সাকিব আল হাসান। তার সাথে এমন কীর্তি কেবল আছে ভারতের রোহিত শর্মার। সম্প্রতি নতুন মাইলফলকেও নাম লিখিয়েছেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ সাকিব, সেই রেকর্ডকে করেছেন সমৃদ্ধ। প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট নিয়েছেন সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে।
ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার এখন আছেন ক্যারিয়ারের গৌধুলি লগ্নে। অনেকেই ধরে নিচ্ছেন সাকিবের শেষ বিশ্বকাপ এটি। এরপর আর দেখা যাবে না তাকে। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই প্রশ্নটা গেল সাকিবের কাছেও। তবে উত্তরে ধোঁয়াশা রেখেছেন এই সুপারস্টার। শেষ বিশ্বকাপ কি-না জানেন না সেটা তিনি। কবে শেষ করবেন, সেই ব্যাপারে এখনই কিছু বলতে পারছেন না এই তারকা। তবে আপাতত দলের চাহিদা থাকলে, তিনি খেলাটা চালিয়ে যাবেন।
সাকিব আল হাসান বলেন, ‘শেষ (বিশ্বকাপ) কি-না জানি না। পৃথিবীতে যেকোনো সময় যেকোনো কিছু হওয়া সম্ভব। এটা তো সিদ্ধান্ত নেবে বোর্ড, আমারও ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতে হবে। এগুলো এখানে আলোচনার বিষয় না। সময়ের সাথে সাথে আলোচনা হতে পারে। বলেছিলাম তখন পর্যন্ত চিন্তা পরিবর্তন হতেই পারে। এগুলো নিয়ে আমি চিন্তিত না। সামনে অনেক বিরতি আছে। নিজের উপর মনোযোগ দেওয়া যাবে।’
সাকিব আরও বলেন, ‘দলের প্রয়োজনীয়তা, দল যদি মনে করে দরকার আছে, আমি যদি মনে করি আমাকে দলের দরকার আছে, আমিও…সেভাবে ইচ্ছা আছে, সব ঠিকঠাক থাকলে এটা খেলার বিষয়। উপভোগ না করলে তো খেলার বিষয় না। এগুলো সময়ের ব্যাপার। অনেক বড় গ্যাপ আছে। এখন টেস্ট বেশি খেলা হবে। স্বাভাবিকভাবে ফোকাস ওদিকেই চলে যাবে। সময়ের উপরই ছেড়ে দেই। সময় হলে সবাই সব জেনে যাবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post