নিজস্ব প্রতিবেদক: অাবুল মাল আব্দুল মুহিত অান্ত: উপজেলা গোল্ডকাপ টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান বালাগঞ্জ উপজেলা ফুটবল দল। দীর্ঘ দিন পর অনুষ্টিত ফাইনালে শেষ মুহুর্তে গোল খেয়ে হার নিয়ে মাঠ ছাড়ে সিলেট সদর উপজেলা ফুটবল দল। ২-১ গোলের জয় হয়ে। চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে বালাগঞ্জ উপজেলা ফুটবল দল।
অাবুল মাল আব্দুল মুহিত আন্ত: উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৩-১৪ মৌসুমের ফাইনাল ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্টিত হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এর আগে টুর্ণামেন্টটির ফাইনালে এদু’টি দলের মধ্য অপ্রীতিকর ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটিয়ে অবশেষে দীর্ঘ দিন পর ফাইনাল ম্যাচ সম্পন্ন হলো।
সন্ধ্যা সাতটার কিছু পরে খেলা শুরু হয়। খেলার ১২ মিনিটেই সদর উপজেলা সিলেট এগিয়ে গেলে অফসাইডের কারণে গোল বাতিল হয়।
১৭ মিনিটে অল্পের জন্য বেঁচে যায় বালাগঞ্জ উপজেলা বল চলে যায় ক্রসবার ঘষে।
মাঠে হাজার দু’য়েক উপস্হিত দর্শকের মধ্যে ছিল টানটান উত্তেজনা। বার বার ফিরে আসছিল বছর দু’য়েক আগের স্মৃতি।
কিন্তু মাঠের খেলায় তার ছিঁটেফোঁটা ছিল না।কোন ধরনের অপ্রতিকর ঘটনা মাঠে না ঘটলে ম্যাচ ছিল তিন তিনটি হলুদ কার্ডের প্রর্দশনী যার দুটোই আবার বালাগঞ্জের।
বার বার হতাশাগস্থ সিলেট সদর ২৬ মিনিটেই পেয়ে যায় কাঙ্কিত গোল।
প্রতিপক্ষের গোলকিপার এগিয়ে আসার সুযোগ কাজে লাগান সদরের খেলোয়াড়।
লিড নিয়ে বেশিক্ষণ রাখতে পারে নি সদর, ৪০ মিনিটেই ১৫ নম্বর জার্সিধারী বিদেশী স্ট্রাইকারের বাইসাইকেল গোলে সমতায় ফেরে বালাগঞ্জ। মাঠে উপস্হিত হাজার দুয়েক দর্শক বহুদিন মনে রাখার মতো গোলের সাক্ষী হলেন।
বিরতীর পর মাঠের খেলায় উত্তেজনা না থাকলে ছিল গ্যালারীতে।
কিছুক্ষণ পর পর এক এক গ্যালারীতে দর্শকদের হাতাহাতির ঘটনা ঘটে।
মাঠের খেলায় উত্তেজনা কম থাকলে শেষ মূর্হতে সিলেট সদরের জালে স্বপ্নভঙ্গের পেরেক ঢুকিয়ে দেন বালাগঞ্জের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় ম্যাচের অন্তিম মূর্হতে।
অতিরিক্ত ৩ মিনিটের শেষ মিনিটে, যেখান থেকে আর ফিরার কোন সুযোগই ছিল না সিলেটের।
তাই ২-১ গোলে হারের স্বপ্নভঙ্গ নিয়েই মাঠ ছাড়েন সদরের খেলোয়াড় এবং দর্শকরা।
আর মুক্তিহলো বহু দিনের আকাঙ্কিত স্বপ্নের ফাইনালের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০/১০৪