স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসের রীতিমতো উড়ছে। এবার হারতে বসা দলটি শেষ মুহুর্তে তিন গোল দিয়ে তুলে নিয়েছে দারুণ এক জয়। আল বাতিনের বিপক্ষে পিছিয়ে পড়া আল নাসের যোগ করা সময়ে তিন গোল দিয়ে জিতেছে ৩-১ ব্যবধানে।
গতকালই ক্রিস্টিয়ানো রোনালদো সৌদীর প্রো লিগের ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। ম্যানইউ ছেড়ে সৌদীর ক্লাবটিতে যাওয়ার পর থেকেই ঝলক দেখাচ্ছেন তিনি। প্রায় প্রতি ম্যাচেই গোল করছেন, হ্যাটট্রিকও করছেন। রাতে আল বাতিনের বিপক্ষে গোলের দেখা পাননি পর্তুগিজ তারকা।
ম্যাচের শুরু থেকেই আল নাসেরের প্রতিপক্ষ আল বাতিন দুর্দান্ত খেলতে থাকে। রোনালদোর দল কোনো সুবিধাই করতে পারছিলো না। ম্যাচের ১৭তম মিনিটে রেনজো লোপেজের গোলে লিড নেয় দলটি। পিছিয়ে পড়া আল নাসের প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। আল বাতিন এগিয়ে থেকেই বিরতিতে যায়।
বিরতির পর রোনালদোর দল গোলের জন্য মরিয়া হয়ে উঠে। তবে নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি। আল বাতিনও ব্যবধান বাড়াতে পারেনি। হারতে বসা আল নাসের যোগ করা সময়ে তিন গোল করে তুলে নেয় দুর্দান্ত এক জয়।
ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অর্থাৎ ৯৩তম মিনিটে আব্দুর রহমান গারীবের গোলে সমতায় ফেরে দলটি। এরপরই জ্বলে উঠেন মোহাম্মদ আল-ফাতিল। দুই মিনিটের ব্যবধানে বাতিনের গোলবার কাঁপিয়ে দেন তিনি। করেন জোড়া গোল। যোগ করা সময়ের ১২তম মিনিটে ফাতিল আল নাসেরকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। মিনিট দুই পরেই অতিরিক্ত সময়ের ১৪তম মিনিটে নিজের জোড়া গোল করেন তিনি। তাতে ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় আল নাসেরের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০