স্পোর্টস ডেস্ক:: ওয়ানডে সিরিজে ভালো খেলেছেন। তবে ছিলেন না টি-২০ সিরিজে। ম্যাচ শুরুর আগ মুহূর্তে ভারতের টি-২০ স্কোয়াডে ডাক পেয়েছেন সাঞ্জু স্যামসন। মূলত লুকেশ রাহুলের বদলী হিসেবে তাকে শেষ মুহুর্তে দলে নেওয়া হয়েছে। তবে প্রথম ম্যাচের একাদশে সুযোগ মিলেনি তার।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টি-২০ সিরিজ শুরু হয়েছে। ইতিমধ্যে মাঠে গড়িয়েছে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। লুকেশ রাহুল করোনা পজেটিভ হওয়ায় উইন্ডিজ দলে থাকলেও সফরে আসতে পারেননি। তাই শেষ মুহুর্তে তার জায়গায় নেওয়া হলো সাঞ্জুকে।
উইকেটরক্ষক এই ব্যাটার ওয়ানডে সিরিজ শেষ করে উইন্ডিজেই অবস্থান করছিলেন। টি-২০ স্কোয়াডে না থাকায় তার দেশে ফেরত যাওয়ার কথা ছিলো। তবে শেষ মুহূর্তে নির্বাচকেরা লুকেশ রাহুলের বদলী হিসেবে তাকে টি-২০ স্কোয়াডে যুক্ত করে নেন। দলের সঙ্গে থাকলেও একাদশে সুযোগ মেলা সহজ হবে না তার।
ভারতের টি-২০ স্কোয়াডে দু’জন উইকেটরক্ষক ব্যাটার আছেন। দীনেশ কার্তিকের সঙ্গে ঋশভ পন্থও আছেন। প্রথম টি-২০তে দীনেশ ও পন্থ দু’জনেই আছেন একাদশে। তবে উইকেটের পেছনে দাঁড়াবেন পন্থ।
ভারতের টি-২০ দল:: রোহিত শর্মা (অধিনায়ক), অর্শ্বদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন, আবেশ খান, দীপক হুডা, ইশান কৃষাণ, শ্রেয়ার্স আয়ার, রবীন্দ্র জাদেজা, দীনেশ কার্তিক, কুলদ্বীপ যাদব, ভবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, ঋশভ পন্থ, হার্শাল প্যাটেল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণু, সূর্যকুমার যাদব ও সাঞ্জু স্যামসন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০