স্পোর্টস ডেস্ক:: জয় দিয়ে কোপা আমেরিকা শুরু করা আর্জেন্টিনা টানা দুই জয় তুলে নিয়েছে। শেষ মূহুর্তে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত এক গোলে চিলিকে হারিয়েছে মেসির দল।
১-০ গোলের জয়ের ম্যাচটিতে বেশ লড়াই করতে হয়েছে আর্জেন্টিনাকে। চিলি গোল করতে না পারলেও দারুণ খেলেছে। ম্যাচের পুরোটা সময় প্রায় গোলশুন্য রেখেছে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ করেও কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলো না আর্জেন্টাইনরা। মার্টিনেজের একমাত্র গোলে চিলিকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। হারলেও চিলি বড় পরীক্ষা নিয়ে মেসিদের। একের পর আক্রমণ রুখে দিয়েছে। ম্যাচের পুরোটা সময় আগলে রাখে নিজেদের জালে। তবে দ্বিতীয়ার্ধে বদলী নামা মার্টিনেজে শেষ পর্যন্ত জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা।
গোলের জন্য শুরু থেকেই মরিয়া ছিলো আর্জেন্টিনা। একাধিক আক্রমণ করে। তবে গোল পাচ্ছিলো না। বেশ কয়েকটি সযোগও মিস করে। প্রথমার্ধ তাই গোল শুন্য সমতায় রেখে বিরতিতে যেতে হয় দুই দলকে।
দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনা গোলের জন্য প্রাণপণ চেষ্টা করছিলো। ৭৩তম মিনিটে আলভারাজকে তুলে নিয়ে মার্টিনেজকে মাঠে নামান স্কালোনি। তাতেই কোচের আস্থার প্রতিদনা দেন তিনি। মিনিট দশেক পরেই লিড এনে দেন আর্জেন্টিনা। ম্যাচের শেষ সময়ে ৮৮তম মিনিটে বদলী নামা এই তারকার গোলে ১-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।
টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এক জয় ও এক হারে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে কানাডা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post