স্পোর্টস ডেস্ক:: পয়েন্ট হারাতে বসেছিলো বার্সেলোনা। ১০ জনের দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা জাভির দলকে শেষ মূহুর্তে রক্ষা করেছেন জর্ডি আলবা। ওয়াসসুনার বিপক্ষের বিপক্ষে বার্সেলোনা জিতেছে ১-০ গোলের ব্যবধানে। এই জয়ে শিরোপার দৌড়ে বার্সা আরো এগুলো।
লা লিগায় এবারের মৌসুমে শিরোপা জয়ের পথেই আছে বার্সেলোনা। ৩৩ ম্যাচে ২৬ জয়ে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপা অনেকটা হাতের মুঠোয় আনলো জাভির দল। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৩২ ম্যাচে ৬৮।
পয়েন্ট টেবিলের তলানির দল ওয়াসসুনার বিপক্ষে জিততে বার্সাকে বেশ কষ্ট করতে হয়েছে। প্রথমার্ধে ১০ জনের দলে পরিণত হওয়া ওয়াসসুনার বিপক্ষে বিরতির আগে গোলের দেখা পায়নি বার্সা। ম্যাচের ২৬তম মিনিটে জর্জ হেরান্ডো সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান।
কুঁড়ি মিনিটের পরেই ১০ জনের দল হওয়া ওয়াসসুনা প্রায় পুরোটা ম্যাচই গোলহীন রাখে বার্সাকে। শেষ দিকে গিয়ে একটি গোল হজম করে বসে দলটি। অথচ গোল হজমের আগ পর্যন্ত দারুণ প্রতিরোধ গড়ে দলটি। গোল শুন্য সমতায় রেখে বিরতিতে যায় দুই দল।
বিরতির পরও ওয়াসসুনা বার্সাকে আটকে রাখে। ম্যাচের ৮৫তম মিনিটে প্রতিপক্ষের প্রতিরোধ ভেঙে গোল আদায় করে বার্সা। আলবার গোলে ১-০ গোলে এগিয়ে যায় জাভির দল। শেষ পর্যন্ত ওয়াসসুনা আর ঘুরে দাঁড়াতে পারেনি। কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়ে লেভানডফস্কিরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০