নিজস্ব প্রতিবেদক:: পাঁচ উইকেটে ৯৯ রান। এরপরই যেনো পুরনো রূপে ফিরে যায় বাংলাদেশ। ১০৯ রান ষষ্ট উইকেটের পর ১১৩ রানে আট উইকেট। ১৩ রানের মধ্যেই নেই তিন উইকেট। ভয় ধরে যায় টাইগার সমর্থকদের মনে।
এরপরই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ফিনিশিংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের। ১৯তম ওভারের প্রথম বলে শানাকাকে ছক্কা হাঁকিয়ে মাহমুউদউল্লাহ রিয়াদ যেনো প্রাণ ফেরান টাইগার শিবিরে। অভিজ্ঞ এই ব্যাটারের দারুণ ফিনিশিংয়ে শেষ মূহুর্তে দুই উইকেটের দারুণ জয় বাংলাদেশের।
১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে দলীয় ২৮ রানের মাথায় সাজঘরে ফিরেন অধিনায়ক শান্ত। ১৩ বলে ৭ রান করেছেন তিনি।
ছোট লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ ইনিংসের তৃতীয় বলেই হারিয়ছে উইকেট। ডাক মেরেছেন সৌম্য সরকার। দলীয় ১ রানেই বিদায় হয়েছেন তিনি। সৌম্য সরকারের বিদায়ের পর আরেক ওপেনার তানজিদ তামিমও ফিরেছেন দ্রুত। দলীয় ৬ রানেই ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। তামিম ফিরেছেন ৬ বলে ৩ রান করে।
ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে দলীয় ২৮ রানের মাথায় সাজঘরে ফিরেন অধিনায়ক শান্ত। ১৩ বলে ৭ রান করেছেন তিনি। এরপরই চতুর্থ উইকেটে হৃদয় ফিরেন সাজঘরে। ইনিংসের ১২তম ওভারের চতুর্থ বলে দলীয় ৯২ রানে তাওহীদ হৃদয় বিদায়ের আগে চতুর্থ উইকেটে লিটন-তাওহীদ ৬৩ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে। টি-২০’র জন্য আদর্শ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে একের পর এক ছক্কা হাঁকাতে থাকেন হৃদয়। ২০ বলের ইনংসটি চারটি ছক্কা আর একটি চারে ৪০ রান করেন তিনি।
তার বিদায়ের পরপরই লিটনও ফিরেন দ্রুত। ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলে দলীয় ৯৯ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। দুই চার ও এক ছক্কায় ৩৮ বলে ৩৬ রানের ইনিংস খেলে ফিরে আসার বার্তা দেন লিটন। এরপরই কিছুটা হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১০৯ রানে ব্যক্তিগত ৮ রানে সাকিব, দলীয় ১১৩ রানে ব্যক্তিগত এক রানে রিশাদ আউটের পর উইকেটে আসা তাসকিন প্রথম বলেই সাজঘরে ফিরলে শঙ্কা বাড়ে। ১১৩ রানের মধ্যেই আট উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
পরপর উইকেট হারিয়ে চাপের মুখে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ১৮তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষের বার্তা দেন। শেষ পর্যন্ত ১৩ বলে ১৬ রানে অপরাজিত থেকে তিনি মাঠ ছাড়েন দলের জয় নিশ্চিত করে।
শ্রীলঙ্কার হয়ে নুয়ান থুসারা ৪টি ও ওয়ানিন্দু হাসরাঙ্গা ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলেই লঙ্কান ওপেনার কুশল মেন্ডিসকে সাজঘরে পাঠিয়েছেন তাসকিন আহমদ।
দুই চারে আট বলে ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফিরেছেন মেন্ডিস। দলীয় ২১ রানেই প্রথম উইকেট হারিয়েছে লঙ্কানরা।
শুরুর এই সাফল্য ধরে রেখে শ্রীলঙ্কা রানের চাকা স্লো করে দেন রিশাদ, মুস্তাফিজ, তাসকিনরা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ১২৪ রান তুলতে সমর্থ হয় নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরে যাওয়া শ্রীলঙ্কা।
লঙ্কানদের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ২১ রান করেছেন ধনাঞ্জয়া ডি সিলভা। ২১ রান করেছেন চারিথ আসালাঙ্কা। ১৬ রানে থেমেছেন অ্যাঞ্জেলা ম্যাথিউজ। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার।
বাংলাদেশের হয়ে রিশাদ, মুস্তাফিজ ৩টি করে, তাসকিন ২টি ও তানজীম সাকিব ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post