নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতেও শোচনীয় পরাজয় বরণ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৮০ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।। আর এই জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে অতিথিরা।
ঘরের মাঠে খেলা হলেও, একেবারেই লড়াই করতে পারেনি বাংলার যুবারা। সিরিজজুড়েই ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ার মতো ছিল। শেষ ম্যাচেও দৃষ্টিকটু ব্যাটিং করেছে স্বাগতিকরা। বিপরীতে দাপুটে ক্রিকেট খেলে আন-অফিসিয়াল টেস্টের পর ওয়ানডে সিরিজের ট্রফি নিজেদের ঝুলিতে নিয়েছে পাকিস্তান শিবির।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দলটির পক্ষে ৭৬ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলেন হামজা নওয়াজ। ৯৩ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৭ রান করেন ওপেনার শাহজাইব খান। আজান ৪১ ও মিনহাস ৪০ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের হয়ে মাহফুজুর রাব্বি ৪ উইকেট শিকার করেন একাই। একান্ত শেখ লাভ করেন ২টি উইকেট।
২৪৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে খেলতে নেমে এদিনও ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ দল। ৩৬.৩ ওভারে মাত্র ১৬৪ রানে গুঁটিয়ে যায় জুনিয়র টাইগারদের ইনিংস। মাত্র তিন জন ব্যাটার ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কে নিতে পারেন। এর মধ্যে ৭৯ বলে ৯ বাউন্ডারিতে ৫৬ রান করেন শিহাব জেমস। ৫৮ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৩ রান করেন অধিনায়ক আহরার আমিন। এই দুজনের ব্যাটেই মান রক্ষা হয় কিছুটা। এর বাইরে ৬ বলে ১৪ রানের ইনিংস খেলেন টপ অর্ডার ব্যাটার জিসান আলম।
পাকিস্তানের হয়ে মিনহাস ও আলি আসফান্দ ৩টি করে উইকেট শিকার করেন। সাজ্জাদ আলি লাভ করেন ২টি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post