স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হতে চলেছে। আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। যেখানে একসাথে দুটি ম্যাচ হতে যাচ্ছে। যার একটি ইকুয়েডর ও সেনেগালের মধ্যকার। রাত ৯টায় শুরু হয়েছে ম্যাচটি। খলিফা ইন্ট্যারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
ম্যাচটিতে ৪-৩-৩ ফরমেশনে খেলছে ইকুয়েডর। একাদশে আছেন আসরের সর্বোচ্চ গোলদাতা ভ্যালেন্সিয়া। এদিকে ৪-২-৩-১ ফরমেশনে খেলতে নেমেছে সেনেগাল। শুরুর একাদশে আছেন এদুয়ার্দো মেন্ডি, কৌলিবালি, গায়েরা।
এই ম্যাচের উপর নির্ভর করবে শেষ ষোলোতে কারা যাবে। দুই দলেরই সুযোগ রয়েছে যাওয়ার। ইকুয়েডর গ্রুপ পর্বে এক জয় ও ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে। অপরদিকে এক হার ও এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে সেনেগাল। ১টি করে জয় ও ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপে সবার শীর্ষে অবস্থান করছে নেদারল্যান্ডস। আর দুই হারে কোনো পয়েন্ট না নিয়ে সবার নিচে অবস্থান করছে স্বাগতিক কাতার।
ইকুয়েডর একাদশ
গালিন্দেজ (গোলরক্ষক), এস্তুপিনান, হিনক্যাপি, তোরেস, অ্যাঞ্জেল প্রিকাইদো, ফ্রাঙ্কো, গুয়েজো, কেইসেদো, মেন্ডেস, প্লাটা, এস্ত্রেদা, ভ্যালেন্সিয়া।
সেনেগাল একাদশ
এদুয়ার্দো মেন্ডি (গোলরক্ষক), সাবেলি, কৌলিবালি, জ্যাকবস, দিয়ালো, গায়ে, সিস, ইদ্রিস গায়ে, নিয়ায়ে, স্যার ও দিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা