শেষ ষোলোতে যেতে যে একাদশ নিয়ে মাঠে নামছে বেলের ওয়েলস

0
52

স্পোর্টস ডেস্কঃ কাতারে চলছে, বিশ্ব ফুটবলের মহারণ বিশ্বকাপ ২০২২। আসরে গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। তবে ইতিমধ্যেই গ্রুপ পর্বে সব দলেরই প্রথম ম্যাচগুলো অনুষ্ঠিত হয়ে গেছে। আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচের খেলাগুলো।

যেখানে সবার আগে মাঠে নামছে ওয়েলস ও ইরান। ‘বি’ গ্রুপের এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আহম্মদ বিন আলি স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়। ওয়েলসের ভালো সম্ভাবনা রয়েছে শেষ ষোলোতে যাওয়ার। নিজেদের প্রথম ম্যাচে দলটি ড্র করে যুক্তরাষ্ট্রের সাথে। অপরদিকে ইরান হেরেছে ইংল্যান্ডের কাছে। শেষ ষোলোর আশা টিকিয়ে রাখতে হলে জিততে হবে তাদেরকে এই ম্যাচে।

এই ম্যাচে ওয়েলস ৩-৫-২ ফরমেশন নিয়ে খেলতে নামছে। দলের সবচেয়ে বড় তারকা গ্যারেথ বেল আছেন শুরুর একাদশে। আছেন রামসিও। এদিকে ইরান খেলতে নামছে ৪-৪-২ ফরমেশন নিয়ে।

ওয়েলস একাদশ
হেনেসি (গোলরক্ষক), মেম্ফান, রডন, ডেভিস, রবার্টস, রামসি, আম্পাদু, উইলসন, উইলিয়ামস, বেল ও মুরে।

ইরান একাদশ
হোসেইনি (গোলরক্ষক), মোহাম্মদি, এম হোসেইনি, পৌরালিগঞ্জি, রেজাইন, হাসফি, আফাহ, নুরালি, গলিজাদেহ, তারেমি ও আজমুন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here