স্পোর্টস ডেস্ক::রুদ্ধশ্বাস ক্লাসিকোয় লা লিগায় ভিনিসিউস জুনিয়র, বেলিংহামদের শেষ সময়ের গোলে বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শুরুতে লিড নিয়েও ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হলো জাভির শিষ্যদের।
লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দু’দফা লিড্ নিয়েও ম্যাচ জিততে পারলো না। শিরোপা পুনরুদ্ধারে দুর্দান্ত গতিতে ছুঁটছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের শুরুতেই আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের গোলে লিড নেয় বার্সা। ৬ষ্ঠ মিনিটে পাওয়া লিড বেশি সময় ধরে রাখতে পারেনি দলটি। নিজেদের ভুলেই লিড হারায় জাভির দল। বিপদজনক সীমানায় করে বসে ফাউল। ম্যাচের ১৮তম মিনিটে ভিনিসিউস জুনিয়র পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান।
১-১ গোলে সমতায় থাকা ম্যাচে প্রথমার্ধে আর লিড নিতে পারেনি কোনো দলই। সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যেতে হয় দুই দলকে। তবে বিরতির পর আবারো লিড নেয় বার্সা। ম্যাচের ৬৯তম মিনিটে ফিরমিনো লুপেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা।
পিছিয়ে পড়া ম্যাচে মিনিট চারেক পরে আবারো সমতায় ফিরে রিয়াল। ৭৩তম মিনিটে লুকাস ভাজকুয়েজ স্কোর লাইন ২-২ করেন। সমতায় থাকা ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই আর গোলে দেখা পায়নি।
শেষ মূহুর্তের যোগ করা সময়ে বার্সাকে স্তব্ধ করে দেন বেলিংহাম। যোগ করা সময়ের প্রথম মিনিটেই বার্সার কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন তিনি। ৯১তম মিনিটে গোল হজম করা জাভির দল আর শোধ দিতে পারেনি। শেষ পর্যন্ত তাই ৩-২ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদরা।
এই জয়ে শিরোপার আরো কাছে উঠলো মাদ্রিদ। ৩২ ম্যাচে ২৫ জয়ে ৮১ পয়েন্ট দলটির। দ্বিতীয় স্থানে থাকা বার্সার সমান ম্যাচে ২১ জয়ে ৭০ পয়েন্ট। ৬৮ পয়েন্ট নিয়ে জিরোনা আছে তৃতীয় স্থানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post