স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের দুর্নীতির তদন্ত শেষ করেছে। আট জনের তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে বাফুফের কাছে। তবে তদন্ত রিপোর্টে স্বাক্ষর করেননি একজন সদস্য। সাত জনের স্বাক্ষরে রিপোর্ট জমা হয়েছে।
ফিফা থেকে আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করার পর সমলোচনার মুখে বাফুফে ১০ জনের তদন্ত কমিটি করেছিলো। সেই কমিটির কাজ ছিলো সোহাগের দুর্নীতির বিষয়ে বিস্তারিত তদন্ত করে। পরবর্তীতে কাজ শুরুর আগেই দশ জনের কমিটি থেকে দু’জন পদত্যাগ করেন। বাকী ৮ জন তদন্ত শেষ করলেন।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের উপর নির্ভর করছে তদন্তী পরবর্তী কার্যক্রমের। রিপোর্ট প্রকাশ করা হবে কিনা সেটাও নির্ভর করছে তার সিদ্ধান্তে। আপাতত রিপোর্ট তার দপ্তরেই জমা পড়েছে।
রোববার তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমদ। তদন্ত রিপোর্ট জমা দিয়ে তিনি সাংবাদিকদের বলেন,, ‘যেহেতু আমরা সবাই স্পোর্টসের লোক, সবাই যেহেতু ফেয়ার প্লেতে বিশ্বাসী, আমরা সেটা সেভাবেই করার চেষ্টা করেছি। আমরা আলোচনা করেছি, আমাদের প্রতিবেদনে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট। বাইরে থেকে আমাদের অন্য কোনো সমস্যা হয়নি। নিজেরা মিলেই আলোচনা করে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি। অনেকটাই ভারমুক্ত মনে হচ্ছে। কোনো দায়ভার নয়, যে কোনো দায়িত্বই অনেক বড় প্রাপ্তি, সেটা আমরা ঠিকঠাক পালন করেছি আমাদের সবচেয়ে ভালো ইন্টেনশনের সঙ্গে পালন করার চেষ্টা করেছি।’
তদন্ত রিপোর্ট বাফুফের কার্যকরী কমিটির সভায় উঠবে, সেখানেই সিদ্ধান্ত আসবে জানিয়ে নাবিল আহমদ আরো বলেনম, ‘আমরা ফাইন্ডিংস যা পেয়েছি, সেটাই কিন্তু আমাদের রিপোর্টের পার্ট। সে কারণে এখানে আমরা কোনো কিছু বলতে পারছি না। সেটা নির্বাহী কমিটির এখতিয়ার। তারা সেটা বিবেচনা করবে। এরপর আমাদের কিছু বিষয় সবারই জানা হয়ে যাবে। তবে পুরোটা প্রকাশ করবে কি না, তা নির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে। ’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post