শেষ ১০ ইনিংসে সর্বোচ্চ ২২, সাড়ে ষোল গড় টি-২০ অধিনায়ক রিয়াদের

0
13

স্পোর্টস ডেস্ক:: তিনি বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক। ব্যাট হাতে দলকে ‘ভরসা’ দেওয়ার কথা। সামন থেকে নেতৃত্ব দেওয়ার কথা। অথচ তিনি রানে নেই দীর্ঘ দিন থেকে। শেষ ১০ ইনিংসে ২২’র বেশি রান করতে পারননি একটি ইনিংসেও। সবশেষ ১৩ ম্যাচে তার গড় মাত্র ১৬.৫৪। তিনি বাংলাদেশ টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাটার রিয়াদ যেমন ব্যাট হাতে মাঠে ‘অসহায়’। তিনি অধিনায়কত্বেও। বারবার ভুল সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নিতে পারায় বেশ সমালোচনা হচ্ছে তার।। স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের শেষ ম্যাচে বল হাতে ভালো করার পরও সাকিবকে কন্টিনিউ করেননি। স্পিনাররা যখন ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছিলেন, পেসারদের বোলিংয়ে এনে ম্যাচ তখন যেনো তুলে দেন প্রতিপক্ষের হাতে।

গত টি-২০ বিশ্বকাপ থেকেই চলছে রিয়াদের এমন হতশ্রী পারফরম্যান্স। আরেকটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার অপেক্ষা তিনি। এর আগেই তার পারফরম্যান্স আর নেতৃত্ব নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

২০২১ টি-২০ বিশ্বকাপে সবশেষ ফিফটির দেখা পেয়ে ছিলান রিয়াদ। পাপুয়া নিউগিনির বিপক্ষে ওই হাফ সেঞ্চুরির পর কোথায় যেনো হারিয়ে গেলেন তিনি। সবশেষ ১৩ ম্যাচে ১৬.৫৪ গড়ে মাত্র ১৮২ রানর করতে পেরেছেন। স্ট্রাইক রেট ১০০.৫৫। শেষ ১০ ইনিংসে ২০’র কোটা পেরিয়েছেন একবার। থেমেছেন ২২ রানে। টাইগারদের দলনেতার শেষ ১০ ইনিংস ৩, ১৬, ৬, ১২, ১৩, ১০, ২১, ৮, ১১, ২২।

স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরেছেন ২-০ ব্যবধানে। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচটিতে ৩৫ রানে হারে সফরকারীরা। তৃতীয় ম্যাচটিতে ৫ উইকেটে হারে রিয়াদের দল। শেষ দিকে ব্যাট হাতে উইকেটে থাকলেও তিনি স্কোর বড় করতে পারেননি। যখন দ্রুত রান তুলার কথা ছিলো, তিনি ২০ বলে ২২ রান করে শেষ ব্যাটার হয়ে সাজঘরে ফিরেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here