শেষ ২ বলে ধোনির ছক্কা দেখা সৌভাগ্যের- কনওয়ে

0
75

স্পোর্টস ডেস্কঃ পাঞ্জাব কিংসের বিপক্ষে দুর্দান্ত শুরু পেয়েছিল চেন্নাই সুপার কিংস। যদিও ম্যাচ জেতা হয় নি সাবেক চ্যাম্পিয়নদের। রোববার টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছিল ২০০ রান। ওপেনার ঋতুরাজ গাইকোয়াড় ৩১ বলে ৩৭ করে ফিরে যান। শিভাম দুবে ১৭ বলে ২৮ রান করেন।

৫২ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ডেভন কনওয়ে। তিনি ১৬টি চার একটি ছক্কার শট দেখান। শেষে মঈন আলী ৬ বলে ১০, রবীন্দ্র জাদেজা ১০ বলে ১২ ও মাহেন্দ্র সিং ধোনি ৪ বলে ১৩ রান করেন। যার মধ্যে শেষ ২ বলে স্যাম কারানের বলে জোড়া ছক্কা হাঁকান ধোনি।

ধোনির ব্যাটে শেষ বলে ২ ছক্কা দেখে মুগ্ধ কনওয়ে। নিজেকে সৌভাগ্যমান মনে করছেন নিউজিল্যান্ডের এই ওপেনার। কনওয়ে বলেন, ‘শেষ ২ বলে ধোনির ওভার বাউন্ডারি যা সত্যি অনবদ্য। ক্রিজে দাঁড়িয়ে থেকে দেখা সত্যি সৌভাগ্য়ের।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here