নিজস্ব প্রতিবেদক: সিলেটে বসেছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের আসর। আজ সন্ধ্যা ৭টায় মাঠে নামছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মোহামেডান দলে আছেন সিলেটের সুবিদ বাজার বন কলাপাড়ার বাসিন্দা মোহাম্মদ রেহান উল্লাহর ছোট ছেলে বিপলু। ছোট থেকেই মেহামেডানে বেড়ে উঠছেন বিপলূ। আজ নিজ দলের হয়ে সিলেটের মাঠ মাতাবেন তিনি।
সারা দেশ ব্যাপি অনূর্ধ্ব-১৬ ফুটবল বাছাই করেছিল ঢাকা মোহামেডান, সেই বাছাইয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ক্লাবের অনূর্ধ্ব-১৬ দলে জায়গা করে নেন বিপলু। অনূর্ধ্ব-১৬ ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশীপে মোহামেডান চ্যাম্পিয়ন হয়। সেই থেকে মোহামেডানের সাথে আছেন বিপলু। এর মধ্যেই খেলেছেন সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে।
আজ ঘরের মাঠে সিলেটের তরুণ মুখ বিপলু মাঠে নামছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিলেট আগমন উপলক্ষ্যে সুবিদ বাজার বনকলাপাড়ার ফুটবল অনুরাগী সমর্থকেরা একটি আনন্দ শোভাযাত্রা করেন। সেই শোভাযাত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা, কোচ এবং খেলোয়াড়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সিলেটের ছেলে বিপলু সিলেটবাসীর কাছে দুয়া চেয়েছেন, সবাই মাঠে এসে তাকে উৎসাহ জোগানোর জন্য অনুরোধ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০