শৈশব থেকে বার্সেলোনার হয়ে খেলার স্বপ্ন দেখতেন ক্রিস্টেনসেন

0
4

স্পোর্টস ডেস্কঃ নতুন মৌসুম শুরুর আগে রক্ষণের শক্তি বাড়াল বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টরা চেলসি থেকে অ্যান্দেয়াস ক্রিস্টেনসেনকে দলে নিয়েছে। জানা গেছে কাতালান ক্লাবটির সঙ্গে ৪ বছরের চুক্তি করবেন এই ডেনিশ ডিফেন্ডার। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, ক্রিস্টেনসেনের সাথে বার্সা চুক্তি করেছে ২০২৬ সাল পর্যন্ত। এই সেন্টারব্যাকের রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো।

বৃহস্পতিবার বার্সায় অভিষেক অনুষ্ঠানে ক্রিস্টেনসেন জানান, শৈশব থেকেই লালন করে আসছিলেন বার্সেলোনার হয়ে খেলার স্বপ্ন। সাবেক এই চেলসি তারকা বলেন, ‘আমি বার্সেলোনার খেলা দেখে বড় হয়েছি এবং রোনালদিনিয়ো ও দেকো আমার প্রিয় খেলোয়াড় ছিলেন। আমি খুব খুশি এবং এই দিনটির জন্য আমি দীর্ঘ সময় অপেক্ষা করেছি৷ (ক্লাবের হয়ে) মাঠের অভিযান শুরু করার জন্য আমি মুখিয়ে আছি। স্বপ্ন পূরণের পথ দেখা গেলে দ্বিধার কিছু থাকে না। স্বপ্ন সত্যি হতেই পারে।’

ডেনমার্কের ২০১৮ বিশ্বকাপ দলে ছিলেন ক্রিস্টেনসেন। চেলসি দিয়েই ক্যারিয়ার শুরু করা এই ডিফেন্ডার মাঝে খেলেছেন জার্মান লিগেও। বরুশিয়া মনশেনগ্লাডবাখে খেলেন ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত। অবশ্য জার্মানির ক্লাবটিতে তার চুক্তি ছিল ধারে।

চেলসিতে ২০১৪ সালে অভিষেক হয় ক্রিস্টেনসেনের। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ম্যাচ খেলেছেন ১৬১টি। জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও কয়েকটি শিরোপা। প্রিমিয়ার লিগে সবশেষ মৌসুমে ১৯ ম্যাচ খেলে কোনো গোল করতে পারেন নি তিনি। তবে চ্যাম্পিয়ন্স লিগে ১টি গোলের দেখা পেয়েছিলেন ক্রিস্টেনসেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here