স্পোর্টস ডেস্কঃ গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু করেও, সেমি ফাইনাল থেকেই বাদ পড়ে পাকিস্তান। এবারের এশিয়া কাপেও শিরোপা জিততে পারেনি দলটি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও আশানুরুপ নয় পাকিস্তানের পারফম্যান্স। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষেও নাটকীয়ভাবে হেরেছে দলটি।
এই হারের পর বিশ্বকাপ থেকে অনেকটাই ছিটকে গেছে পাকিস্তান। পুরো পারফম্যান্স আলোচনার পাশাপাশি, এই হার নিয়ে বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে। অধিনায়ক বাবর আজমের তীব্র সমালোচনা করছেন সবাই। হারের অন্যতম কারণ হিসেবে দাঁড় করানো হচ্ছে মিডল অর্ডার ব্যাটিং।
অনেকেই শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে না থাকা নিয়ে প্রশ্ন তুলছেন। এবার সেই প্রশ্নই তুললেন আকিভ জাভেদ। ভারত এবং জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে পাকিস্তান যেভাবে কাছাকাছি গিয়ে হেরেছে, এরকম পরিস্থিতিতে মালিকের মতো ক্রিকেটার দলে থাকার উপস্থিতি প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি।
আকিভ জাভেদ বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে মালিক দলে সবচেয়ে মানানসই এবং খেলাটা সে সবচেয়ে ভালো বোঝে। যদি সে দলে থাকতো, দুটি ম্যাচই পাকিস্তান জিততে পারতো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা