স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খানের শ্বশুর ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাতে বাবাকে হারিয়েছেন তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল।
চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইসলামি ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলছিলেন তামিম। রোববার সকালে ব্যাটিংয়ে নেমে ২৯ বলে ১৮ রান করেন তিনি। তার মধ্যেই খবর আসে, শ্বশুরের অবস্থা সঙ্কটাপন্ন। তাই আউট হওয়ার পরই ম্যাচের বাকি অংশ ফেলে চট্টগ্রামে চলে যান তিনি।
তামিমের শ্বশুর অসুস্থ হয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন। তবে লাইফ সাপোর্ট থেকে আর ফেরেননি তামিমের শ্বশুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০