শ্বাসরুদ্ধকর ম্যাচে পাঞ্জাবের জয়ের নায়ক সিকান্দার রাজা

0
81

স্পোর্টস ডেস্ক:: জিম্বাবুয়েই ক্রিকেটার সিকান্দার রাজার রাজত্বে চেন্নাই সুপার কিংসকে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে হারিয়েছে পাঞ্জাব কিংস। জিততে হলে শেষ ওভারে পাঞ্জাবকে করতে হবে ৯ রান। সমীকরণ গিয়ে ঠেকলো শেষ বলে ৩ রানে। এক বলে তিন রানের সেই সমীকরণ মিলিয়ে পাঞ্জাবের জয়ের নায়ক রাজা। চার উইকেটে মহেন্দ্র সিং ধোনীর দলকে হারিয়ে পাঞ্জাব উঠলো পঞ্চম স্থানে।

দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান, তৃতীয় স্থানে থাকা লখনৌ, চতুর্থ স্থানে থাকা চেন্নাইয়ের সমান ১০ পয়েন্ট হলো পাঞ্জাবের। তবে নীট রানরেটে পিছিয়ে থাকা পঞ্চম স্থানেই থাকতে হচ্ছে তাদেরকে।

আগে ব্যাট করা চেন্নাই সুপার কিংস ডেভন কনওয়ের অল্পের জন্য সেঞ্চুরি মিসের ইনিংসে ভর করে ২০০ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা পাঞ্জাব জিতেছে ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায়। ছোট ছোট ঝড়ে অবদান রেখেছেন সকলেই।

২০১ রানের টার্গেটে ব্যাট করতে নামা পাঞ্জাব লিয়াম লিভিংস্টোন, শিখর ধাওয়ানদের প্রচেষ্টায় নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন ওপেনার প্রবাসিমান সিং। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন লিয়াম লিভিংস্টোন। ২৯ রান করেন স্যাম কারান। ২৮ রানে আসে অধিনায়ক ধাওয়ানের ব্যাট থেকে।

চেন্নাইয়ের হয়ে রীবন্দ্র জাদেজা ২টি ও তুষার ৩টি করে উইকেট লাভ করেন।

চেন্নাইয়ের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট ২০০ রানের বিশাল পুঁজি পেয়েছে। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন ডেভন কনওয়ে। ওপেনিংয়ে নেমে ৯২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি। দুই ছক্কা হাঁকিয়ে দুর্দান্ত ফিনিশিং করেছেন ধোনি।

টস জিতে ব্যাট করতে নেমে বরাবরের মতো এই ম্যাচেও দারুণ শুরু পায় চেন্নাই। ৯.৪ ওভার স্থায়ী ঋতুরাজ গায়কোয়াদ ও কনওয়ের ব্যাট থেকে উদ্বোধনী জুটিতে আসে ৮৪ রান। ৩৭ রান করে আউট হন গায়কোয়াদ। এরপর দ্বিতীয় উইকেটে শিভম দুবেকে সাথে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন কনওয়ে। সেই জুটি ভেঙে ২৮ রান করে ফিরে যান দুবে।

এরপর উইকেটে এসে মঈন আলি ও রবীন্দ্র জাদেজা খুব আলো ছড়াতে পারেননি। একাই দলকে টেনে নিয়ে যান কনওয়ে। ইনিংসের শেষ দিকে ৪ বলে ২ ছক্কায় ১৩ রানের অপরাজিত ক্যামিও খেলে দলের রান দুইশতে নিয়ে যান অধিনায়ক ধোনি। অপরপ্রান্তে ৫২ বলে ১৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৯২ রান করে অপরাজিত থাকেন কনওয়ে। আসরজুড়ে দারুণ ফর্মে থাকা এই ব্যাটারের পঞ্চম ফিফটি এটি। তবে সর্বোচ্চ রানের স্কোর।

পাঞ্জাবের হয়ে অর্ষদীপ সিং, স্যাম কারান, রাহুল চাহার ও সিকান্দার রাজা ১টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here