স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুবাইয়ের আইসিসি একাডেমিতে সেই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করেছে লঙ্কানরা।
জিততে হলে বাংলাদেশের সামনে তাই লক্ষ্য মাত্র ২০০ রান। বাংলাদেশের দারুণ বোলিংই দুইশ’র মধ্যে বেঁধে রাখতে পেরেছে শ্রীলঙ্কাকে।
টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ৩৭ রানের বেশি উদ্বোধনী জুটি টেকেনি শ্রীলঙ্কার। এরপর থেকে ছোট ছোট কিছু জুটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেশিদূর যেতে পারেনি লঙ্কানরা। দুইশ’র আগেই থামতে হয়েছে তাদেরকে। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন ওপেনার পুলিন্দু পেরেরা। এছাড়া ২৫ রান করে করেন সিনাত জয়াবর্ধনে ও বিশ্ব লাহিরু।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন ওয়াসি সিদ্দিকী। এছাড়া মারুফ মৃধা ও মাহফুজুর রহমান রাব্বি ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post