শ্রীলঙ্কাকে হারিয়ে নামিবিয়া অধিনায়ক- দিনটি বিশেষ হয়ে থাকবে

0
113

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ইয়ান ফ্রাইলিঙ্কের অলরাউন্ড নৈপুণ্যে বড় জয় পেয়েছে নামিবিয়া। রোববার তারা ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে এশিয়ার সেরা দল শ্রীলঙ্কাকে। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ বড় ব্যবধানে জয় আফ্রিকার দেশটির।

ম্যাচ শেষে এই অসাধারণ জয়ের পর নামিবিয়া অধিনায়ক জেরহার্ড এরাসমাস বলেছেন, ‘এটা অসাধারণ এক সফর, গত বছর আমাদের জন্য ছিল রোমাঞ্চকর এবং এখন আমরা একটি দুর্দান্ত জয়ে আরও উপরে। আমাদের জন্য এটা ঐতিহাসিক একটি দিন।’

ঐতিহাসিক এ সাফল্যের মূল কৃতিত্ব হেড কোচ ডে ব্রুইনকেই দিয়েছেন নামিবিয়ার অধিনায়ক। এরাসমাস বলেন, ‘২০১৯ সালে দায়িত্ব নিয়ে আমাদের পুরো দলটাকে বদলে দিয়েছেন তিনি (ডে ব্রুইনে)। মূল কৃতিত্ব অবশ্যই তাঁর। স্বল্পসংখ্যক খেলোয়াড় ও সীমিত সুযোগ নিয়েও তিনি যেভাবে দলের কোচিং করাচ্ছেন, জয়ের সংস্কৃতি তৈরি করেছেন এবং সবাইকে এক করে রেখেছেন। গত তিন বছর ধরে তিনি যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আমার মনে হয় না আর কেউ তার মতো পারত। আজকের মতো বিশেষ উপলক্ষ্য তার জন্য প্রতিদান পাওয়ার মতোই বিষয়।’

নামিবিয়া পরের দুটি ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসের বিপক্ষে। শ্রীলঙ্কাও খেলবে এই দুটি দলের বিপক্ষে। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নামিবিয়া। একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার আরব আমিরাতের বিপক্ষে খেলবে তারা।

গত বছর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে বাজিমাত করেছিল নামিবিয়া। প্রথম রাউন্ডে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে শুরু হলেও বাকি দুই ম্যাচ জিতে উঠেছিল সুপার টুয়েলভে। 

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here