শ্রীলঙ্কান অদ্ভুত বোলারকে দলে নিলো মোহামেডান

0
83

স্পোর্টস ডেস্ক:: ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে মোহামেন দলে নিয়েছে লঙ্কান অদ্ভুত এক বোলারকে। ডান হাতে অফস্পিন বোলিং, আবার কখনো বাঁ-হাতি স্রো অর্থোডক্স। ক্রিকেটে বিরল প্রতিভা নিয়ে জন্ম নেওয়া কামিন্দু মেন্ডিসকে দলে নিয়েছে মোহামেডান।

এমন অদ্ভুত প্রতিভার বোলার সচরাচর দেখা যায় না। বাংলাদেশে একদমই নেই। লঙ্কান জাতীয় দলের হয়ে খেলা কামিন্দুু মেন্ডিসকে তাই ঢাকা লিগে দেখবেন সমর্থকেরা।

শ্রীলঙ্কার জার্সিতে টেস্ট, ওয়ানডে ও টি-২০’র খেলেছেন মেন্ডিস। ৭টি ওয়ানডে, ৫ টি-২০ ও একটি টেস্ট খেলেছেন। দুই হাতে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে তিনি দারুণ কার্যকর। টেস্ট ও ওয়ানডেতে আছে হাফ সেঞ্চুরি।

মোহামেডানের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কামিন্দু মেন্ডিসকে নিশ্চিত করা হয়েছে। সুপার লিগ পর্বে এই লঙ্কান খেলবেন। ইংলিশ চায়নাম্যান জ্যাক লিনটটের জায়গায় নেওয়া হয়েছে এই অদ্ভুত বোলারকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here