স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের প্রধান কোচ শ্রীলঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় এসেছেন। ঢাকায় এসেছেন জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের ‘কিংবদন্তী’ মুশতাক আহমদ।
কোচিং স্টাফের অন্য সদস্যরা ঢাকায়ই আছেন। টাইগারদের নবনিযুক্ত পারফরম্যান্স অ্যানালিস্ট আফগানিস্তানী মহসিনও ঢাকায় আসছেন। তিনি জাতীয় দলের ক্যাম্প শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন।
আগামি ২৮ এপ্রিল থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। স্বাগতিকদের ক্যাম্প শুরুর দিন সফরকারী জিম্বাবুয়েও ঢাকায় এসে যাবে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ইতিমধ্যে সব প্রস্তুুতিও সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম তিনটি টি-২০, শেষের দু’টি ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত হবে। ৩ মে প্রথম টি-২০ আগে চট্টগ্রামে টানা তিনদিন অনুশীলন করবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post