শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ এইচপি দল

0
34

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ এইচপি দলকে বড় ব্যবধানে হারাল শ্রীলঙ্কা এইচপি দল। রোববার ডাম্বুলায় সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকরা জিতেছে ৫ উইকেটে। আগে ব্যাট করে শাহাদাত হোসেন দিপু ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে অলআউট হওয়ার আগে ২২৩ রান করে বাংলাদেশ। সেই রান তাড়া করতে নেমে ১১২ বল হাতে রেখে জয় পেয়ে যায় লঙ্কানরা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এরপর অবশ্য দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে আবার ব্যাটিং ব্যর্থতায় হারের তেঁতো স্বাদ পেতে হয় মাহমুদুল হাসানের দলকে। ওয়ানডে সিরিজের পর একই ভেন্যুতে স্বাগতিকদের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ এইচপি দলের। সাদা পোশাকের ম্যাচ শেষ করে দেশে ফিরবেন ক্রিকেটাররা।

ডাম্বুলা ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। ইনিংসের তৃতীয় বলেই সোহান ডে লিভারাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রিপন মণ্ডল। তবে তিনে নেমে সেই ধাক্কা সামাল দিয়েছেন পবন রাথানায়েকে। ৮১ রানের সেই জুটিও ভেঙেছেন রিপন। এই পেসারের ফাঁদে পড়ার আগে শেনন ড্যানিয়েল করেছেন ২৮ রান।

এরপর আর খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশী বোলাররা। সহজেই রান তুলেছেন লঙ্কান ব্যাটাররা। রাথানায়েকের ৮৫ রানের ইনিংসে ভর করে ১১২ বল হাতে রেখে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে ৪৩ রানে ৩ উইকেট শিকার করেছেন রিপন।

এর আগে টস হরে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। দলীয় ৫৭ রানের মাথায় প্রেমারত্নের বলে আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন (৩৪ বলে ৩২)। আরেক ওপেনার প্রিতম উইকেটে থিতু হয়ে বসে থাকলেও ইনিংস বড় করতে পারেননি। ৫১ বলে ৩৫ রান করে বিজয়কান্তে বলে আউট হয়ে যান তিনি। এরপর দলের দায়িত্বভার কাঁধে নেন অধিনায়ক মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসাইন।

জয় ৩৭ বলে ৩৬ রান করে আউট হয়ে গেলেও শাহাদাত হোসেন খেলেন দুর্দান্ত একটি ইনিংস। দলের হয়ে একমাত্র ফিফটি করেন এই ব্যাটার। ইনিংসের ৪৬তম ওভারে বিক্রমাসিংহের বলে দানিয়ালের হাতে ধরা পড়েন তিনি। তার আগেই ৭৫ বল থেকে তুলে নেন ৭৯ রান। শাহাদাত হোসেনের ফিরে যাওয়ার পর লোয়ার অর্ডারের ব্যাটাররা কাণ্ডজ্ঞানহীন ব্যাট করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। ফলে তিন ওভার বাকি থাকতেই ২২৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here