স্পোর্টস ডেস্কঃ কলম্বোর বৃষ্টি যেন থামছে না। রোববার শ্রীলঙ্কা-বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথমটি পরিত্যক্ত ঘোষণা করেছিলেন ম্যাচ অফিসিয়ালরা। প্রথম ওয়ানডের মত মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেও পরিত্যক্ত হয়েছে।
বৃষ্টির কারণে আজ ম্যাচের টসই হয় নি। পি সারা ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে ম্যাচটি গেছে বৃষ্টির পেটে। এই ওয়ানডে সিরিজ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। ম্যাচের ফল না হওয়ায় পূর্ণ পয়েন্ট পাবেন কোনো দল।
আগামী বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে শ্রীলঙ্কা-বাংলাদেশ। ওয়ানডের পর আছে দু’দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেটির ভেন্যু কলম্বো। অবশ্য ২০ ওভারের সিরিজ মাঠে গড়ানোর আগে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগ্রেসদের।
শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ সূচি-
টি-টোয়েন্টিঃ
৭ মে প্রস্তুতি ম্যাচ, এসএলসি বোর্ড সভাপতি একাদশ বনাম বাংলাদেশ
৯ মে ১ম টি-টোয়েন্টি, এসএসসি
১১ মে ২য় টি-টোয়েন্টি, এসএসসি
১২ ই মে ৩য় টি-টোয়েন্টি, এসএসসি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০