স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দু’টি ভেসেছে বৃষ্টিতে। এক ম্যাচ জিতেই সিরিজ জিতে গেছে শ্রীলঙ্কা নারী দল। বাংলাদেশ নারী দল যে প্রত্যাশা নিয়ে লঙ্কা সফরে গিয়েছিলো, সেটা পূরণ হয়নি। এক ম্যাচ হারেই সিরিজ হারের তিক্ততা নিয়ে দেশে ফিরতে হচ্ছে তাদেরকে।
ব্যর্থ শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফেরার আগে লঙ্কায় সংবর্ধনা পেয়েছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জাতীয় নারী দলের ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে।
দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রিজার্ভ ডে করে একটি ম্যাচ খেলতে চেয়েছিলো। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে এসএলসি অনুমতি চেয়েছিলো। তবে অনুমতি মিলেনি।
আইসিসি লঙ্কা বোর্ডকে জানিয়ে দেয়, সিরিজটি আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত হওয়ায় রিজার্ভ ডেতে ম্যাচ নেওয়ার সুযোগ নেই। কারণ সিরিজটির জন্য পূর্ব নির্ধারিত সূচিতে রিজার্ভ ডে ছিলো না। ফলে বৃষ্টিতে পণ্ড হওয়া ম্যাচ খেলার সুযোগ নেই।
শুক্রবার শ্রীলঙ্কাস্থ বাংলাদেশ দূতাবাস ক্রিকেটারদের সংবর্ধনা দেয়। জাতীয় নারী দলের সম্মানার্থে হাইকমিশনার তার বাস ভবনে ডিনারের আয়োজন করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post