স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএলে খেলতে লঙ্কায় পৌঁছেছেন সাকিব আল হাসান। আজ বিকেলে তার দলের খেলা আছে। সেই ম্যাচেও খেলতে পারেন তিনি। লঙ্কা লিগে সাকিব গল টাইটান্সে খেলছেন।
আজ বিকেল সাড়ে ৩টায় গল টাইটান্স মাঠে নামবে ডাম্বুলা অরার বিপক্ষে। ম্যাচটি খেলার সম্ভাবনা আছে সাকিব আল হাসানের। লঙ্কান ক্রীড়া সাংবাদিক দানুস্কা অরবিন্দ বাংলাদেশের তারকার লঙ্কায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
লঙ্কান লিগে যাওয়ার আগে বালাদেশের এই তারকা ব্যাটে-বলে দুর্দান্ত সময় কাটিয়েছেন কানাডার গ্লোবাল টি-২০ লিগে। সেখান থেকে সোজা তিনি চলে গেছেন লঙ্কায়।
গ্লোবাল টি-২০ প্রথম আসরে ৪ ম্যাচ খেলে ২৫.৫০ গড়ে ১০২ রান করেছেন সাকিব আল হাসান। নজর কেড়েছে তার স্ট্রাইকরেটও। ১৫৪.৫৫ স্ট্রাইকরেটে এই রান করেছেন। বল হাতে নিয়েছেন ৫ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post