শ্রীলঙ্কার করা ৩৪৪ রান তাড়ায় বিশ্বাস ছিল পাকিস্তানের সবার

0
33

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার রান পাহাড় টপকাতে গিয়ে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। দ্রুত ২ উইকেট হারায় তারা। তবে তরুণ আব্দুল্লাহ শফিককে নিয়ে যেন শ্রীলঙ্কাকেই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মোহাম্মদ রিজওয়ান। এই উইকেটরক্ষক ব্যাটার খেলেছেন দুর্দান্ত এক ইনিংস।

সেঞ্চুরিয়ান শফিকের সঙ্গে রিজওয়ান জুটি গড়েছেন ১৭৬ রানের। এরপর সউদ শাকিলের সঙ্গে জুটিতে যোগ করেছেন আরও ৯৫। শেষ পর্যন্ত পাকিস্তানকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। ১২১ বলে ১৩১ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৮টি চার ও তিন ছক্কায়। জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা।

ম্যাচে শেষে রিজওয়ান বলেন, ‘ড্রেসিং রুমে আমাদের সবার আত্মবিশ্বাস ছিল। আমাদের বিশ্বাস ছিল এই রান টপকানো সম্ভব। পিচ ভালো ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম হিসাব করেই সামনে এগুবো।আমাদের পরিকল্পনা ঠিকমতো কাজ করেছে।’

রিজওয়ান আরও বলেন, ‘এমন একটা ইনিংস খেলা সব সময়ের জন্য গর্বের ব্যাপার। তবে বিশাল রান তাড়া করাটাও কঠিন। এটা সত্যিই স্পেশাল ব্যাপার। ইনজুরির কারণে কিছুটা সমস্যা হয়েছে। তবে জয়ের পর সব কিছু ঠিক হয়ে গেছে (হাসতে হাসতে)।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here