স্পোর্টস ডেস্কঃ হারের বৃত্ত ভাঙতে পারল না বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে আজ পাত্তাই পায় নি ইংলিশরা। ব্যাঙ্গালোরে বড় জয় পেয়েছে লঙ্কানরা। আগে ব্যাট করে মাত্র ১৫৬ রানে গুঁটিয়ে যায় জস বাটলারের দল। সেই রান তাড়া করতে নেমে ৮ উইকেটের রেকর্ড জয় পায় কুশাল মেন্ডিসের দল।
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ জিততেই হতো ইংল্যান্ডকে। এমন ‘বাঁচা-মরার’ লড়াইয়ে বাটলারের দল অলআউট হলো ১৫৬ রানে। ১৪৬ বল হাতে রেখেই হেসে খেলে সেই রান টপকে শ্রীলঙ্কা জিতেছে ১৬০ রান করে। রান তাড়ায় ফিফটি হাঁকিয়েছেন দলটির দুই ব্যাটার- পাথুম নিসাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা।
যদিও শুরুতে কিছুটা হোঁচট খায় শ্রীলঙ্কা। দলের ৯ রানের মাথায় ভাঙ্গে উদ্বোধনী জুটি। ৫ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন কুশল পেরেরা। এরপর অধিনায়ক কুশল মেন্ডিসও সুবিধা করতে পারেননি। ১২ বলে ১১ রানের ইনিংস খেলে আউট হন তিনি। মাত্র ২৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় লঙ্কানরা।
সেই বিপদ থেকে দলকে উদ্ধার করার অভিযানে নামেন নিসাঙ্কা এবং সামারাবিক্রমা। দেখেশুনে খেলে আগাতে থাকেন দুজন। সাবলীল ব্যাটিংয়ে ক্রিজে জমে যান তারা। সময়ের সাথে সাথে আরও বেশি স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে থাকেন সামারাবিক্রমা এবং নিসাঙ্কা। শুরুর বিপদ কাটিয়ে চাঙ্গা হয়ে ওঠে শ্রীলঙ্কার ইনিংসও।
কার্যকরী ব্যাটিংয়ে লঙ্কানদের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন নিসাঙ্কা এবং সামারাবিক্রমা। দুর্দান্ত ব্যাটিংয়ে দুজনই তুলে নিয়েছেন ফিফটি। শেষমেশ দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন নিসাঙ্কা এবং সামারাবিক্রমা। দুজনের অসাধারণ ব্যাটিংয়ের ফলে ১৪৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় লঙ্কানরা।
শেষপর্যন্ত অপরাজিত থেকে ৫৪ বলে ৬৫ রানের ইনিংস খেলেন সামারাবিক্রমা। এছাড়া ৮৩ বলে ৭৭ রান করে টিকে ছিলেন নিসাঙ্কা। ইংল্যান্ডের হয়ে ২ উইকেট শিকার করেন ডেভিড উইলি। এই জয়ের ফলে টেবিলের ৫ম স্থানে উঠল শ্রীলঙ্কা। অন্যদিকে ইংল্যান্ড নেমে গেছে ৯ নম্বরে। তাদের নিচের একমাত্র দল- নেদারল্যান্ডস।
এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাহিরু কুমারার নৈপুণ্যে ইংল্যান্ডকে ১৫৬ রানে অলআউট করে দেয় শ্রীলঙ্কা। যদিও দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল ইংলিশরা। তাদের ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন বিশ্বকাপের মাঝপথে দলে যোগ দেওয়া ম্যাথিউস। ২৫ বলে ২৮ রান করা ডেভিড মালানকে ফিরিয়ে দেন তিনি।
পরের উইকেট তুলতেও দারুণ অবদান ম্যাথিউসের। তার থ্রোয়ে কুশাল মেন্ডিসের হাতে রানআউট হয়ে বিদায় নেন জো রুট। ডানহাতি এই ব্যাটার ১০ বলে করেন ৩ রান। এরপর উইকেটে আসা যাওয়ার মিছিল চলে ইংলিশ শিবিরে। জস বাটলার ৮ রানে, লিয়াম লিভিংস্টোন ১ রানে, মঈন আলি ১৫ রানে, ক্রিস ওকস শূন্য রানে ফিরেন।
এক পর্যায় ইংল্যান্ডের হয়ে হাল ধরেছিলেন বেন স্টোকস। তবে একপ্রান্তে আগলে রেখে খেলতে গিয়ে আরও চাপে পড়ে তারা। চাপের মুখে ৭৩ বলে ৪৩ রান করে আউট হন স্টোকস। শেষ পর্যন্ত ১৪ রান করেন ডেভিড উইলি। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট পান লাহিরু কুমারা। ম্যাথিউস ও রাজিথা নেন ২টি করে উইকেট।
Discussion about this post