স্পোর্টস ডেস্কঃ চলতি ট-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় শ্রীলঙ্কাকে। বৈশ্বিক আসর চলার মধ্যেই দলটির পরামর্শক কোচ মাহেলা জয়াবর্ধনে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৭ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এদিকে জয়াবর্ধনের সরে দাঁড়ানোর ১২ ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলভারউডের চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। যদিও বোর্ড জানিয়েছে, ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কায় আর থাকতে চান না ৪৯ বছর বয়সী এই ইংলিশ কোচ।
২০২২ সালে শ্রীলঙ্কার পরামর্শক কোচ হিসেবে নিয়োগ পান জয়াবর্ধনে। প্রথমে এক বছরের জন্য দায়িত্ব দেয়া হলেও পরবর্তীতে আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়। তবে ঠিক কী কারণে দেশটির এই কিংবদন্তি ব্যাটার পদত্যাগ করেছেন তা এখনও নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের জের ধরেই পদত্যাগ করেছেন তিনি।
বিশ্বকাপে এবার খুবই বাজে সময় কাটিয়েছে শ্রীলঙ্কা। মূল টুর্নামেন্ট শুরুর আগে ওয়ার্মআপ ম্যাচে নামিবিয়াকে হারালেও হেরেছে নেদারল্যান্ডসের কাছে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিধ্বস্ত হয়ে আসর শুরু করে হাসারাঙ্গার দল। হেরেছে বাংলাদেশের কাছেও। নেপালের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরে যায় তারা। গোটা আসরেই ব্যাট হাতে ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়েছেন পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিসরা।
এদিকে সিলভারউডের পদত্যাগের বিষয়ে এসএলসি লিখেছে, ‘একজন আন্তর্জাতিক কোচ হওয়া মানে প্রিয়জনদের কাছ থেকে দীর্ঘ সময় দূরে থাকা। পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি যে, আমার বাড়িতে ফেরার সময় এসেছে। আমি পরিবারের সঙ্গে দারুণ কিছু সময় কাটাতে চাই।’ শ্রীলঙ্কার কোচ হিসাবে কাটানো সময়কালে আমাকে সমর্থন দেওয়ার জন্য খেলোয়াড়, কোচ, প্রশাসনিক স্টাফ ও এসএলসির ব্যবস্থাপনা বিভাগকে ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা না পেলে কোনো কিছুতেই সফল হওয়া সম্ভব হতো না। শ্রীলঙ্কার ক্রিকেটের অংশ হওয়া আমার জন্য সত্যিই গর্বের। এখান থেকে আমি অনেক ভালো লাগার স্মৃতি নিয়ে যাব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post