স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন পাথুম নিশাঙ্কা এবং প্রাভিন জয়াবিক্রমা। অভিষেকের অপেক্ষায় থাকা দিলশান মাদুশঙ্কাকেও দলে রেখেছে স্বাগতিকরা। এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা লাকশিথা মানাসিংহেরও নাম আছে দলে।
দলে ডাক পাওয়া বাঁহাতি পেসার মাদুশঙ্কা ৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৩ উইকেট নিয়েছেন। অফ স্পিনিং অলরাউন্ডার মানাসিংহে ৩৭ প্রথম শ্রেণির ম্যাচে ৮ ফিফটিতে ১ হাজার ১১১ রান করার পাশাপাশি ধরেছেন ১২৪টি শিকার। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি।
এদিকে সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে ব্যাট হাতে আলো ছড়িয়ে টেস্ট দলে ফিরেছেন নিশাঙ্কা। গত বছর জুলাইয়ের পর থেকে এই সংস্করণের ক্রিকেটে দেখা যায়নি তাকে। এখন পর্যন্ত খেলা নয় টেস্টে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিতে ৫৩৭ রান করেছেন নিশাঙ্কা।
গলে আগামী ১৬ জুলাই (রবিবার) শুরু হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর আগামী ২৪ জুলাই কলম্বোয় শুরু দু’দলের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই সিরিজটি দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুর করবে দুই দল। সেই সিরিজের দল আগেই ঘোষণা করেছে পাকিস্তান।
শ্রীলঙ্কা টেস্ট দল-
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), নিশান মাদুশকা, কুসাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, রমেশ মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, প্রাভিন জয়াবিক্রমা, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা, বিশ্ব ফার্নান্দো, লাকশিথা মানাসিংহে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০