স্পোর্টস ডেস্কঃ আগামী ২৯ জুন শুরু হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। পরের ম্যাচ ৮ জুলাই। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই দুই ম্যাচ হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। টেস্ট সিরিজের স্কোয়াড আগেই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শনিবার নিজেদের স্কোয়াড দিল লঙ্কানরা।
ঘোষিত স্কোয়াডে ফিরেছেন জেফরে ভেন্ডারসে। সবশেষ বাংলাদেশের বিপক্ষে খেলা স্কোয়াডের সকলই আছেন লঙ্কান স্কোয়াডে। ২০১৮ সালের উইন্ডিজ সফরেও দলে ছিলেন ভেন্ডারসে। কিন্তু শৃঙ্খলাভঙ্গের কারণে সেবার দল থেকে বাদ পড়েন। সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় থাকা এই ক্রিকেটার এর আগে খেলছেন ওয়ানডে।
শ্রীলঙ্কা স্কোয়াডঃ দিমুথ করুণারত্নে, পথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, কাসুন রাজিথা, ভিশুয়া ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া ও জেফরি ভ্যান্ডারসে।
অস্ট্রেলিয়া স্কোয়াডঃ প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল।