স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সিকান্দার রাজা-রায়ান বার্লদের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরছেন স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। শুধু ফিরছেন না, টি-টোয়েন্টিতে লঙ্কানদের নেতৃত্বও দেবেন তিনি।
এদিকে শ্রীলঙ্কা নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে কুশল মেন্ডিসকে। যিনি সবশেষ বিশ্বকাপে নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা চোটে পড়ার পর দলকে নেতৃত্ব দিয়েছিলেন। দুই ফরম্যাটেই সহকারী অধিনায়ক হিসেবে থাকবেন চারিথ আসালাঙ্কা। ফর্মহীনতায় ভুগতে থাকা শানাকা দলে থাকলেও তাকে নেতৃত্বের দায়িত্ব দেয়নি বোর্ড।
শ্রীলঙ্কা ক্রিকেটের তারকা অলরাউন্ডার হাসারাঙ্গা চোটে পড়েন গত আগস্ট মাসে। সেসময় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। যে কারণে খেলতে পারেননি এশিয়া কাপে। এরপর বিশ্বকাপে খেলার সম্ভাবনা থাকলেও ২৬ বছর বয়সী এই ক্রিকেটার পুনর্বাসন প্রক্রিয়ায় মধ্যে আবার চোটে পড়েন। যে কারণে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেও তাঁকে বিশ্বকাপে পায়নি শ্রীলঙ্কা। এবার তাঁকে অধিনায়কত্ব দিয়েই ফেরাল শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা প্রাথমিক ওয়ানডে স্কোয়াড- কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচিগে, নুয়ানিন্দু ফার্নান্দো, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুণারত্নে, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, আসিথা ফার্নান্দো, আকিলা ধনাঞ্জয়া, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা গুনাসেকেরা।
প্রাথমিক টি-টোয়েন্টি স্কোয়াড- ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, কুশল জানিথ পেরেরা, ভানুকা রাজাপাকসে, কামিন্দু মেন্ডিস, দুনিথ ভেল্লালাগে, আকিলা ধনাঞ্জয়া, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post